"কিশোর গল্প লেখা হয় কিশোর-পাঠক তথা ছোটোদের কথা ভেবেই। ছোটোদের বিচিত্র মনোজগৎ এবং নিজস্ব আচার আচরণ ও ক্রিয়াকলাপ নিয়ে রচিত হয় নানান ধারার কিশোর গল্প। ছোটোরাই তার পাঠক হবে, সাধারণত এমনই আশা করা হয়। তাই বলে সে গল্প বড়োদের পড়তে মোটেই মানা নেই। নিষেধ-বারণের এমন বালাই নেই। এটা করে বড়োরা। পাতা উল্টানো দূরের কথা, বড়োদের অনেক বই ছোটোদের জন্যে ছুঁয়ে দেখাও নিষেধ। কিশোরসাহিত্যের বইয়ের ভুবনে এমন বিশ্রী বাধা-নিষেধের পাঁচিল কোথাও নেই। যে-কেউ বুক ফুলিয়ে প্রবেশ করতে পারে এ রাজ্যে। এ জন্য প্রয়োজন শুধু শিশুর সারল্যমাখা সংবেদনশীল মন আর সহজ-সরল-উদার দৃষ্টিভঙ্গি। কত না উৎসাহ উদ্দীপনা কৌতূহলে ভরা দুরন্ত কিশোরবেলা। বেহিসাবি দিনযাপন। কৈশোরের বেশিরভাগ সময় কাটে ইশকুলে। বন্ধুদের সঙ্গে হই চই, খেলাধুলা, লেখাপড়া আর দুষ্টুমিতে কাটে দিন। কিশোরগল্পে উঠে আসে এই সব কিছু। ইশকুলের টিচার এমন কি ভালোমানুষ দপ্তরিও হয়ে ওঠে অসামান্য চরিত্র। ইশকুলের বাইরে পারিবারিক পরিমণ্ডলে আপনজনের সঙ্গে মান অভিমান আনন্দ খুনসুটি নিয়ে রচিত হয় কিশোরগল্প। সেই সব স্মৃতির প্রজাপতি ডানা ঝাপটায়, উড়ে উঠে যায় কথাশিল্পী রফিকুর রশীদের বহু বর্ণিল কিশোর গল্পে। বিপুল সংখ্যক গল্পের ভান্ডার থেকে লেখক নিজেই এই গ্রন্থের জন্য সেরা গল্পগুলো নির্বাচন করে দিয়েছেন। বৈচিত্র্যময় সেই সব গল্প নিয়েই তাম্রলিপির পরিবেশনা ‘শ্রেষ্ঠ কিশোর গল্প’ আশা করি সবার ভালো লাগবে।"
রফিকুর রশীদ। জন্ম ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। মন টেকে না সেখানে। যােগ দেন কলেজ। শিক্ষকতায়। দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা শেষে মেহেরপুরের গাংনী কলেজ থেকে তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেন। নিভৃতে কাব্যচর্চা দিয়ে শুরু হলেও সত্তর দশকের শেষভাগে পত্র-পত্রিকায় গল্প লিখেই তাঁর আত্মপ্রকাশ সাহিত্যজগতে। দেশের উল্লেখযােগ্য প্রায় সব কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছােট-বড় সকলের জন্যে। নির্মোহ চরিত্র চিত্রণ এবং বর্ণনার বিশ্বস্ততাই কথাশিল্পী হিসেবে তাকে এনে দিয়েছে বিশিষ্টতা। ছােটদের জন্য লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয় বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তাে আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহলে ভরা বিচিত্র বর্ণে বর্ণিল ছােটদের নিজস্ব ভুবনের আলােকিত উপস্থাপন ঘটে চলেছে তার লেখা শিশু ও কিশাের সাহিত্যে। স্বপ্নজয়ের কথাশিল্পী রফিকুর রশীদ এরই মাঝে অর্জন করেছেন এম. নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মােহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি শিশু ও সাহিত্য সম্মাননা, কাজী কাদের নওয়াজ জন্মশতবর্ষ সম্মাননা, আলাওল সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার, কাঙাল হরিনাথ পদক ও পুরস্কার, বগুড়া লেখকচক্র স্বীকৃতি ও সম্মাননা, সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা, সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্র পুরস্কার (ভরত) প্রভৃতি।