"আনোয়ারা সৈয়দ হক শিশু সাহিত্যে একটি বহুল পরিচিত নাম। তিনি দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের জন্য লিখে চলেছেন। তাঁর প্রথম উপন্যাস ‘ছানার নানাবাড়ি’, বাংলাদেশের শিশু সাহিত্যে একটি স্মরণীয় বই। সন্ধানী প্রকাশনী থেকে ছাপা হয়ে বের হওয়ার প্রায় পরপরই অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কারে ভূষিত হয়। বিগত পঞ্চাশ দশক ধরে এই বইটি শিশু কিশোরদের কাছে আদরের সঙ্গে গ্রহণীয় হয়ে আছে। আনোয়ারা সৈয়দ হক শিশুদের জন্য মুক্তিযুদ্ধের গল্প ছাড়াও লিখেছেন রহস্য, অ্যাডভেঞ্চার, ভূত, ভ্রমণ ও সামাজিক পরিবেশের গল্প। প্রতিটি উপন্যাস ও ছোট গল্পের বই তাঁর পাঠক সমাজে আদৃত হয়েছে। শিশুদের জন্য তিনি আরও লিখেছেন মনো-সামাজিক প্রতিবেদন ‘তুমি এখন বড় হচ্ছ’, যা এখন পর্যন্ত শিশু সাহিত্যের জগতে একটি স্মরণীয় গ্রন্থ হিসেবে পরিচিত হচ্ছে। এই বইটির কয়েকটি সংস্করণ হয়েছে। তাঁর রচিত কয়েকটি উপন্যাস এবং ছোট গল্পের নাম এখানে দেওয়া হলো- উপন্যাস ছানার নানাবাড়ি, ছানা ও মুক্তিযুদ্ধ, বাবার সাথে ছানা, ছানা ও নানুজান, পথের মানুষ ছানা, আগুনের চমক, ই-কো-সি-বু, দাদিমার পিঁড়ি, বেড়াল পাওয়া সোজা নয়, সবুজ পশমী চাদর, সেই ভয়ঙ্কর রাত, হানাদার বাহিনী জব্দ, দাদিমার সাথে একদিন, আমার মা সবচেয়ে ভাল, আমাদের মুক্তিযোদ্ধা দাদাভাই, তপনের মুক্তিযুদ্ধ, আবির নামের ছেলেটি, মুক্তিযোদ্ধা নানাভাইয়ের ঝিমুনি ঘুম, মা-ভূতের গল্প, উল্টো পায়ের ভূত, কঙ্কালের মুখ, রাসেল বাবার হাত ধরে হেঁটে যায় ইত্যাদি। ছোট গল্পের সংকলন মুক্তিযোদ্ধার মা, একজন মুক্তিযোদ্ধার ছেলে, তোমাদের জন্য এগারোটি, ছোটখেলের বীর, মুক্তিযুদ্ধের গল্প জীবনী : ছোটদের বঙ্গমাতা প্রবন্ধ মূলক : তুমি এখন বড় হচ্ছ নাটক : নাতুমনির বিজয় দিবস উদযাপন "
আনোয়ারা সৈয়দ হক বাংলা সাহিত্যে পরিচিত একটি নাম। তাঁর জন্ম যশোর শহরে। তাঁর শৈশব নিয়ে বেশি কিছু বলার নেই। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন ডানপিটে, দুর্বিনীত এবং পরিবেশের প্রতি অন্যমনস্ক এক শিশু। অর্থহীন জীবনের অর্থ খোঁজার প্রয়াসে তিনি পিছু নিতেন বেদে, হিজড়া, ফকির, ইরানী বেদে, সাপুড়ে এবং কাবলিঅলার। লেখাপড়ায় ছিলেন অমনোযোগী। গল্পের বইয়ের ছিলেন পোকা। তা সত্ত্বেও তিনি চিকিৎসাবিদ্যায় স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনেক বছর ধরে শিক্ষকতা করেন ঢাকা মেডিকেল কলেজ, মাদকাসক্ত নিরাময় হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। লেখায় হাতেখড়ি শিশুকাল থেকে। জীবনের বিভিন্ন পর্যায়ে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।