জীবনব্যবস্থা ও জীবনদর্শন হিসেবে ইসলাম পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ। একে সমন্বিত, সর্বজনীন এবং সামগ্রিক হিসেবে ব্যাখ্যা করা হয়। আল-কুরআন ও আল-হাদিসে ইসলামের জীবনদর্শন নানাভাবে উপস্থাপন ও বিশ্লেষণ করা হয়েছে কিন্তু বাংলাদেশের মুসলিমরা বিশেষত তরুণ মুসলিম জনগোষ্ঠী তা কীভাবে পালন করে, তাদের ভাবনা ও জানার পরিসর কতটুকু তা নিয়ে বাংলাভাষায় অদ্যাবধি তেমন কোনো কাজ হয়নি। ‘ইসলামের জীবন ও ধর্ম ভাবনা : কতিপয় প্রসঙ্গ’ গ্রন্থে প্রথমবারের মতো তরুণ মুসলিমদের মধ্যে মাঠপর্যায়ে সমীক্ষা পরিচালনা করে তা জানার চেষ্টা করা হয়েছে। প্রাপ্ত তথ্য ও উপাত্তগুলো গবেষণার নিয়ম মেনে মূল্যায়ন ও বিশ্লেষণ করে সকল ধরনের পাঠকের উপযোগী করে উপস্থাপন করা হয়েছে। ফলে বাংলাভাষায় মুসলিম তরুণ-তরুণীদের ধর্মজ্ঞান, ভাবনা ও চর্চাভিত্তিক এমন সমীক্ষা নির্ভর গ্রন্থ হিসেবে ‘ইসলামের জীবন ও ধর্ম ভাবনা : কতিপয় প্রসঙ্গ’ একটি নতুন ধারা সূচনা করছে। গ্রন্থটিতে ইসলামের জীবনদর্শনের বহুমাত্রিক প্রয়োগধারা নির্ণয়ের পাশাপাশি এর বিদ্যমান অবস্থা তুলে ধরা হয়েছে। গ্রন্থটিতে উল্লিখিত প্রবন্ধগুলো গবেষণা প্রবন্ধ হলেও দুর্বোধ্যতার দোষে দুষ্ট নয় বরং সুখপাঠ্য এবং সরল। আমাদের বিশ্বাস, গবেষক ও প্রাজ্ঞজনের পাশাপাশি ইসলাম সম্পর্কে আগ্রহী সাধারণ পাঠকমহলেও গ্রন্থটি তাই সমাদৃত হবে।