বৈজ্ঞানিক বাস্তবতার আলোকে গ্রন্থটিতে ইউসুফ আল হাজ্জ আহমদ আল কুরআনের মহা সত্যতা প্রমাণ করেছেন। কালের অগ্রগতির প্রতিটি ধাপে আমরা লক্ষ্য করছি কুরআনে বর্ণিত মানবসৃষ্টি, মানবসত্তার বিবরণ এবং মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে মহান আল্লাহ যেসব বিবরণ দিয়েছেন তা সবই মানুষের বৈজ্ঞানিক গবেষণায় মহাসত্য হিসেবে প্রমাণিত হয়েছে। মহাগ্রন্থ আল কুরআন মানব রচিত কোনো গ্রন্থ নয়। কোনো সৃষ্টির পক্ষে অদৃশ্য সত্যের এমন অনাবিল বাস্তব বিবরণ উপস্থাপন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। কালের আবর্তনে মানুষের সামনে রহস্যঘেরা বিষয়সমূহ যতোই দিবালোকের মতো স্পষ্ট হচ্ছে, ততোই আল কুরআনের সত্যতা এবং আল কুরআন নাযিলকারী মহাজ্ঞানী মহান আল্লাহর সার্বভৌম ক্ষমতা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। মানুষ যতোই আল কুরআন পাঠ করবে, অধ্যয়ন করবে এবং এ কিতাব নিয়ে চিন্তা-গবেষণা করবে, ততোই তাদের কাছে মহাসত্য উদ্ঘাটিত হতে থাকবে। অথচ কুরআনের প্রতি বিশ্বাসীরাই কুরআন বুঝা, কুরআন স্টাডি করা, কুরআন নিয়ে চিন্তা-গবেষণা করার কাজ থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে। বর্তমান গ্রন্থটি পাঠকের সামনে সূর্যের মতো সত্যকে উদ্ভাসিত করে দেবে। আল কুরআনের বৈজ্ঞানিক অধ্যয়নে গ্রন্থটি একটি সার্চলাইট হিসেবে কাজ করবে।