প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবদুল আউয়াল মিয়া
আবদুল আওয়াল মিয়া ১৯৪৫ সালের ২৬ জানুয়ারি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার পানটি গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ১৯৬১ সালে পানটি হাইস্কুল থেকে ম্যাটিকুলেশন এবং ১৯৬৩ সালে কুষ্টিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর ১৯৬৭ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। আবদুল আওয়াল ১৯৬৮ থেকে ৭০ সাল পর্যন্ত চাঁদপুর কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন এডভােকেট এবং সােনালী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। জনাব আওয়াল মিয়া ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খােকসা-কুমারখালী) আসন থেকে আওয়ামী লীগের মনােনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এরশাদ বিরােধী আন্দোলন এবং তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন সংগ্রামে একজন অত্যন্ত সক্রিয় কর্মী হিসেবে কাজ করেন। রাজনীতি ও আইন পেশার পাশাপাশি আবদুল আওয়াল মিয়া প্রায় সকল জাতীয় দৈনিকে নিয়মিতভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে লিখে থাকেন।