বয়সীর শেষ ধাপটা বার্ধক্য যার সামাজিক খেতাবি নাম প্রবীণ। প্রবীণ বয়সটাতে থাকে জীবনের কিছু অভিজ্ঞতা আর আপনজনের চেয়েও আপন হয় একটা অলস বেঞ্চি, কিছু প্রেসক্রিপশন ও বোঝাই করা ওষুধের বাক্সটা। নবীন চায় বিবর্তন আর প্রবীন চায় আগলে রাখতে এবং এখানেই চলে নীরব যুদ্ধ । চাকরি থেকে অবসরপ্রাপ্ত এমনই একজন প্রবীণ নরেন্দ্র নারায়ন যিনি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জরাজীর্ণ একটি বাড়িতে বসবাস করেন। একমাত্র সন্তান আমেরিকা প্রবাসী। সেই জীবন কাটে একাকীত্ব আপন জন ব্যতীত তাই তিনি পার্কে আসেন প্রতিনিয়ত এবং খুঁজেন নিজের মতো কাউকে মনের কথাগুলো বলার জন্য কিন্তু ভরসা করতে পারেন না। তারপর একে একে দেখা মেলে অনিমেষ, সারোয়ার ও পিটারের। তাদের নিয়েই শুরু হয় নতুন ভাবে বাঁচার প্রয়াস। অবসর টা চাকরির, জীবন নয় তাই বাঁচার মূলমন্ত্র মনে গেঁথে নিয়ে বাঁচতে হবে। যে বয়সে থাকে না কর্ম ক্ষমতা দৃষ্টিশক্তি, উচ্চাকাঙ্ক্ষা, সে বয়সেই নতুন ভাবে বাঁচার চেষ্টা এক চ্যালেঞ্জ। বার্ধক কে হেরে যাওয়া কিছু মানুষের নতুন ভাবে বাঁচার বয়সে অবশেষে জনশূন্য বাড়িটি কি গড়ে উঠবে অঘোষিত বৃদ্ধাশ্রমে, নাকি অন্য কিছু...