নেত্রকোণা অঞ্চলের অধিকাংশ লোকছড়া ও প্রবাদ-প্রবচনগুলোর লোকজীবনে যথেষ্ট জনপ্রিয়তা থাকলেও তা হারিয়ে যাচ্ছে। নেত্রকোণা থেকে সংগৃহীত ও সংকলিত প্রবাদ-প্রবচনগুলোতে জীবনঘনিষ্ঠ অসংখ্য বিষয় উঠে এসেছে। ব্যক্তি ও সমাজজীবনের প্রথা, রীতি-নীতি, ধর্ম ও বিদ্রম্নপ থেকে শুরম্ন করে সম্পর্ক, প্রেম ও স্নেহমায়ার মতো মানবিক বিষয়গুলোও স্থান পেয়েছে। প্রতিটি প্রবাদ-প্রবচনের অমত্মরালে যেমন গল্প, কাহিনি বিবৃত থাকে, তেমনি থাকে দুঃখ-কষ্ট, হাসি-কান্না, হিংসা, বিদ্বেষ, তামাশা, দুর্ভোগ, সমস্যা, সমাধান, অভিজ্ঞতা, কৌতুকের মতো নানান ভাবধারা। নেত্রকোণা অঞ্চলের লোকছড়ায় আমরা দেখা যায়, ছড়ার অবয়ব ও অনুষঙ্গে গ্রামীণজীবন ও সমাজজীবনের প্রাত্যহিক চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে। ছড়াগুলোতে রয়েছে ক্রমপুঞ্জতা ও লোককথা। ছড়া বিভাজনের উপকরণে দেখা যায় পরিবার ও সমাজের নানা সত্মরের নর-নারীর জীবন। নানান শ্রেণি-পেশার মানুষের চরিত্র চিত্রণের পাশাপাশি সন্নিবেশিত হয়েছে পারিবারিক, সামাজিক ও ঐতিহাসিক বিষয়-আশয়। সামাজিক জ্ঞাতি সম্পর্কের জালে উঠে এসেছে মাতৃতান্ত্রিকতা, পুরম্নষতান্ত্রিকতাসহ অনেক বিষয়, বাদ যায়নি গৃহস্থালির ঘরকান্নার কাজের কথা। নেত্রকোণার লোকসংস্কৃতির যে নানাবিধ অনুষঙ্গ রয়েছে তা এ গ্রন্থের এক মলাটের কলেবরে সংকুলান সম্ভব নয়। উক্ত গ্রন্থে লেখকের তিনটি প্রবন্ধের পাশাপাশি নেত্রকোণা অঞ্চলে প্রচলিত ৩৭৬টি প্রবাদ-প্রবচন ও ২২৯টি লোকছড়া গ্রন্থিত হয়েছে।
"হাসান ইকবাল জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৮০। শৈশব, কৈশোর ও বেড়ে ওঠা নেত্রকোনায়। কবিতার পাশাপাশি জেন্ডার, সমাজভাষা, ফোকলোর ও মুক্তিযুদ্ধ এ কয়টি ভিন্নধারায় গবেষণামূলক প্রবন্ধ লেখায় অনিঃশেষ আগ্রহ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন সমাজবিজ্ঞান বিষয়ে। বর্তমানে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় ‘যোগাযোগ ও প্রকাশনা’ বিভাগে কাজ করছেন। অন্যান্য বই: নেত্রকোনার প্রবাদ-প্রবচন ও লোকছড়া (প্রবন্ধ), রাঁচী গ্রন্থনিকেতন, ঢাকা, ২০১৪ ভাষা, নারী ও পুরুষপুরাণ (প্রবন্ধ), অবসর প্রকাশনা সংস্হা, ঢাকা, ২০১৬ ভাটকবিতার মুক্তিযুদ্ধ (প্রবন্ধ), অয়ন প্রকাশন, ঢাকা, ২০১৬ দেহকাব্যের ভাষা (প্রবন্ধ) চৈতন্য প্রকাশন, সিলেট, ২০১৬ ভাটকবিতার নারী (প্রবন্ধ), প্রতিভা প্রকাশ, ঢাকা, ২০১৮ হুলো, মিনি ও পুষি (সম্পাদিত শিশুতোষ গল্পগ্রন্হ) অয়ন প্রকাশন, ঢাকা, ২০১৯ অর্থির নীল ঘুড়ি (শিশুতোষ গল্পগ্রন্হ) য়ারোয়া বুক কর্ণার, ঢাকা, ২০১৯ পুরষ্কার ও সম্মাননা: UNESCO Excellent Writer Award 2015 কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরষ্কার ২০১৬ "