ঐশ্বরিক আহ্বানের অমিয় বানী অন্তরে বহন করে আমি লিখে চলেছি মানুষে মানুষে ভালোবাসার কথা, ভালোলাগার কথা ও মানবতার কথা। ভালোলাগার অচেনা পরশে সিক্ত হয়ে আমি মনের গভীরে সুপ্ত ভালোবাসার কথা প্রকাশ করে আমি এগিয়ে চলেছি প্রশান্তির চির চেনা ভুবনে। মনোযোগের তীক্ষ্ণ দৃষ্টিতে আমার কাছে প্রতিভাত হয়েছে এক ঐশী বার্তা। মানুষ চিরদিন মুক্তি খোঁজে, শান্তি খোঁজে, হারিয়ে যেতে চায় প্রশান্তির অনন্য ভুবনে, উন্নত সোপানে যেখানে মানসিক যন্ত্রণা নেই, কামনা বাসনা লোভ-লালসার অদম্য প্রস্রবন নেই, আছে শুধুই প্রশান্তি। তাইতো মানবিক পৃথিবী বিনির্মাণের জন্য মানবিক মানুষ প্রয়োজন। প্রয়োজন দয়ামায়া, প্রেম, ভালোবাসার নিরন্তর ছোঁয়ায় সতত মুগ্ধ সাধারণ মানুষ। যার মাঝে অসাধারণ অনুভূতির বিস্ময়কর জাগরণ ঘটে, অপূর্ব প্রাকৃতিক শোভার নিবিড় সান্নিধ্যে ধন্য হয় তার চিত্ত। স্বর্গীয় দ্যুতির অনির্বচনীয় সৌন্দর্যে বিমোহিত হয় তার মন। যা আপন খেয়ালে অনন্ত প্রেমের ঢেউ তোলে চিন্তার অনন্ত সমুদ্রে। যেখানে অবগাহন করে মানুষ খুঁজে পায় মুক্তির চিরন্তর দিশা। এমনই মানবিক অনুভূতির জাগতিক ও আধ্যত্মিক দুটি রূপকেই আমি ফুটিয়ে তুলেছি আমার লেখনীতে যা জ্ঞানপিপাসু চিন্তাশীলদের কাছে এক আলোচনার বিষয়বস্তু হবে। প্রকাশিত গ্রন্থে কোনো ভুলত্রুটি হলে সকলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার ও বইয়ের শেষে দেয়া ই-মেইলে আমাকে অবহিত করার অনুরোধ করলাম।