প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, NCTB কর্তৃক প্রদত্ত সর্বশেষ সিলেবাস ও চূড়ান্ত মানবণ্টন অনুযায়ী এ বইয়ে এসএসসি পরীক্ষা ২০২৪-এর প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সংযোজন করা হয়েছে। তোমরা যাতে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় স্বল্প সময়ে সেরা প্রস্তুতি গ্রহণ করতে পার, সে লক্ষ্যে এ বইটি অভিনব কৌশলে প্রণীত হয়েছে। সম্পূর্ণ ভিন্ন ধারার এ বইটিতে রয়েছে- চূড়ান্ত মানবণ্টনের আলোকে প্রশ্ন ও উত্তর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রদত্ত এসএসসি পরীক্ষা ২০২৪-এর সর্বশেষ সিলেবাস ও চূড়ান্ত মানবণ্টনের আলোকে এ বইয়ে প্রশ্নোত্তর ও মডেল টেস্ট সংযোজিত হয়েছে। ফলে শিক্ষার্থীরা স্বল্প সময়ে সহজেই এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে পারবে। বিগত সকল বোর্ড পরীক্ষার প্রশ্ন ও উত্তর বইটিতে বিগত বছরসমূহের সকল বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্নের নির্ভুল উত্তর পাওয়া যাবে। শিক্ষা বোর্ডসমূহ কর্তৃক প্রণীত এবং ১০০ভাগ সঠিক সৃজনশীল ফরম্যাট অনুসৃত প্রতিটি প্রশ্নের উত্তর অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন ও মান সম্পর্কে সম্যক ধারণা পাবে। তথ্য-ব্যাখ্যা সংবলিত বহুনির্বাচনি অভীক্ষা এ বইয়ে সংযোজিত বহুনির্বাচনি প্রশ্ন এবং মডেল টেস্টসমূহের উত্তরমালা অংশে তথ্য-ব্যাখ্যা (উত্তরের সপক্ষে যুক্তি) দেওয়া আছে। তথ্য-ব্যাখ্যাসমূহের মাধ্যমে শিক্ষার্থীরা জটিল বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তরের সপক্ষে যুক্তি পাবে এবং সহজেই উত্তরের যথার্থতা যাচাই করতে পারবে। তাছাড়া প্রতিটি প্রশ্নোত্তরের বিশুদ্ধতা মাস্টার ট্রেইনার প্যানেল কর্তৃক নিশ্চিত করা হয়েছে। সেরা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন ও উত্তর মাস্টার ট্রেইনার ও বোর্ড পরীক্ষক প্যানেল সকল বোর্ডের শীর্ষস্থানীয় স্কুলসমূহের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে প্রস্তুতি উপযোগী প্রশ্ন নির্বাচন করেন। নির্বাচিত প্রশ্নসমূহের উত্তর সর্বশেষ সিলেবাসের আলোকে বিষয়বস্তুর ধারায় অধ্যায়ভিত্তিক সংযোজন করা হয়েছে। শিক্ষার্থীরা এসব প্রশ্নের উত্তর অনুশীলনের মাধ্যমে এসএসসি পরীক্ষায় সেরা প্রস্তুতি গ্রহণে সক্ষম হবে। পাঠের ধারায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর NCTB কর্তৃক প্রদত্ত সর্বশেষ সিলেবাস ও চূড়ান্ত মানবণ্টন অনুযায়ী অনুশীলনের জন্য বিষয়বস্তু/ পাঠের ধারণা দেওয়া আছে। এরই আলোকে বইটিতে সংযোজিত প্রতিটি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সংশ্লিষ্ট বিষয়বস্তু। পাঠের অধীনে উপস্থাপন করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা সহজেই এসএসসি পরীক্ষার জন্য প্রতিটি প্রশ্নের গুরুত্ব অনুধাবন করে অনুশীলন সম্পন্ন করতে পারবে। এ প্রস্তুতি যাচাইমূলক মডেল টেস্ট ও উত্তরমালা মাস্টার ট্রেইনার প্যানেল এ বিষয়ে চূড়ান্ত মানবণ্টনের আলোকে সর্বাধিক সংখ্যক স্পেশাল মডেল টেস্ট প্রণয়ন করেছেন, যা বইটির দ্বিতীয় অংশে সংযোজন করা হয়েছে। এছাড়া অধ্যায়ভিত্তিক এক্সক্লুসিভ মডেল টেস্টও দেওয়া আছে। মডেল টেস্টগুলোর পরীক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার সেরা প্রস্তুতি অর্জনে নিজেদের আত্মবিশ্বাস দৃঢ় করতে সক্ষম হবে।
Title
এসএসসি পদার্থবিজ্ঞান ব্যবহারিকসহ বিশেষ প্রস্তুতি সাপ্লিমেন্ট ও মডেল টেস্ট - ১-২ খন্ড