আপনার রসায়ন দক্ষতাকে আরো বাড়িয়ে তুলতে দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে তথ্যবহুল “Student's Dictionary Of Chemistry”। বিজ্ঞানের এক অপার বিস্ময়। প্রতিনিয়ত একের পর এক বস্তুর রহস্য উন্মোচন করে চলছে রসায়নবিদগণ। রসায়নের সৃষ্টিশীলতার এই আনন্দ থেকে বঞ্চিত হয়ে আছে আমাদের শিক্ষার্থীরা। উপরন্তু, অধিকাংশ শিক্ষার্থীদের কাছে রসায়ন এক আতঙ্কের নাম । এই আতঙ্কের অন্যতম একটি কারণ হলো রসায়নের দুর্বোধ্য সব পরিভাষা (Terms)। এই পরিভাষাগুলো যদি শুরু থেকেই শিক্ষার্থীদের সহজ, সরল ও নির্ভুলভাবে বুঝিয়ে দেওয়া যেত তবে হয়তো বা রসায়ন হতো তাদের প্রিয় বিষয়। এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা - “রসায়নের বাংলা অভিধান” । এই অভিধানটি মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যক্রম অনুসরণ করে তৈরি করা হয়েছে। তবে রসায়ন প্রেমী যেকোনো শ্রেণির শিক্ষার্থীদের জন্য এটি একটি রেফারেন্স বই হিসেবে কাজ করবে। আমরা আশা করি, রসায়নের এই অভিধানটি শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দূর করে রসায়ন বিষয়ে তাদের কৌতুহলী করে তুলবে। সর্বোপরি একটি বিজ্ঞান মনস্ক জাতি তৈরির লক্ষ্যে আমাদের শিক্ষার্থীদের প্রস্তুত করবে। তাই রসায়নের সেই টার্ম গুলি সম্পর্কে ভালো ধারণা পেতে ও রসায়নের রস পেতে "রসায়নের বাংলা অভিধান" বইটি আজই সংগ্রহ করে নাও।