গ্রন্থ পরিচিতি রবীন্দ্রপূর্ব বাংলা সাহিত্যের বিভিন্ন রূপকল্পেও ছোটগল্পের এবং শ্রেণীদ্বন্দ্বের বৈশিষ্ট্য পাওয়া যায়। সেসব এলাকাসহ রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সুবোধ ঘোষ, নারায়ণ গঙ্গোপাধ্যায় ও সোমেন চন্দ এবং আরো অনেকের ছোটগল্প ও তাতে শ্রেণী উপাদান, শ্রেণী সংঘর্ষের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এ গ্রন্থে। বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়েছে বাংলাদেশের বিশিষ্ট ছয়জন গল্পকারের ছোটগল্প সম্পর্কে সৈয়দ ওয়ালীউল্লাহ, শওকত ওসমান, সরদার জয়েনউদ্দীন, আবু ইসহাক, আলাউদ্দিন আল আজাদ ও হাসান আজিজুল হক। আলোচনায় প্রত্যক্ষ ও পরোক্ষ শ্রেণীদ্বন্দ্বের স্বরূপ যেমন উন্মোচন করা হয়েছে, তেমনি ছোটগল্পের নন্দনতাত্ত্বিক দিকও সূক্ষ¥ভাবে বিশ্লেষিত হয়েছে। এক্ষেত্রে লেখক স্বতন্ত্র ও নতুন সৃষ্টির সাহস দেখিয়েছেন বাংলা ছোটগল্পে শ্রেণীচেতনা গ্রন্থে। লেখক পরিচিতি ড. এম. আমানুল্লাহ ড. এম. আমানুল্লাহ জন্মগ্রহণ করেন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত জেলা সাতক্ষীরার তুজলপুর গ্রামে ১৯৬৯ সালের ২৯ নভেম্বর। তিনি বাংলায় অনার্সসহ এমএ ডিগ্রি লাভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ২০০৬ সালে এমফিল এবং ২০১২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে সহযোগী অধ্যাপক। তাঁর প্রকাশিত গবেষণাগ্রন্থ বাংলাদেশের ছোটগল্পে শ্রেণীদ্বন্দ্ব (২০০৯, ২০২৪); গল্পগ্রন্থ বেনোজলের বন্যা (২০১৪); সম্পাদিত গ্রন্থ বাংলা উপন্যাস : পাঠ পর্যালোচনা (২০১৯); কাব্যগ্রন্থ বাউলা অন্তর (২০১১), কবিতার ঈশ্বর (২০১৭) এবং অবেলায় অকবিতা (২০১৭)। তিনি বেনোজলের বন্যা গল্প গ্রন্থের জন্য ২০১৭ সালে ফুলকলি পুরস্কার, ডুমুরিয়া, খুলনা লাভ করেন। তাঁর নেশা বই পড়া, গান শোনা, বড়শি দিয়ে মাছ ধরা, প্রকৃতি দেখা ও ভ্রমণ। মুঠোফোন : ০১৭৯৬৫২৮২৪৩ ই-মেইল : [email protected]