গ্রন্থ পরিচিতি ১৯৩৪ সালের অক্টোবর মাসে ৮৫০০০ সৈন্য নিয়ে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে লঙ মার্চ শুরু করে পর্যায়ক্রমে ফুকিয়েন, কিয়াংসি, কেয়াংটাং, হুনান, কেয়াংসি, কাউচাউ, উনান, সেচুয়ান, ফানসু এবং সেনসি Ñ সব মিলে প্রায় ৭৭৭৫ মাইল অতিক্রম করেছিল লালফৌজ। লঙ মার্চে লালফৌজ ৪ লক্ষ শত্রু সৈন্যের দ্বারা গঠিত ৪টি অবরোধসীমা ভেদ করে যায়। অতিক্রম করে দুর্জয় পর্বত, উত্তাল খরস্রোতা নদী, গভীর জঙ্গল, বিস্তীর্ণ মাঠ, বিপজ্জনক হাওর, মারাত্মক জলাভূমি, ৫ হাজার মিটার উঁচু বরফাবৃত পর্বত। তাদের ছিল খাদ্য, বস্ত্র এবং অস্ত্রের অভাব। লড়াইটা ছিল কার বিরুদ্ধে? লড়াইটা ছিল ভূয়া পার্টি কেন্দ্র, ডান ও বামের বাহিনী, বিশ^াস হারিয়ে ফেলা নেতা; কয়েক গুণ বড় চিয়াং কাইশেকের সেনাবাহিনী, বিমান বাহিনী, স্থানীয় সমর নায়ক এবং নেতার বিরুদ্ধে Ñ ভয়ঙ্কর সামন্তপ্রভু, উপনিবেশের প্রভু আর তাদের পদ্ধতি ও নৃশংসতম সেনাবাহিনীর বিরুদ্ধে। চীনের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেনিনবাদকে আত্তীকরণ করেছিল। তারা মহান মাওয়ের নেতৃত্বে শুধু শত্রুদের পরাজিত করেনি, আন্তঃপার্টি সংগ্রামের মাধ্যমে কমরেডদের চিন্তার বিকাশ ঘটানো এবং ভুলত্রুটি সংশোধনের কাজও করেছিল। সর্বোপরি সমসাময়িক পরিস্থিতির আলোকে যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়েছিল Ñ যা ছিল তাঁদের বিজয়ের অন্যতম কারণ। চেয়ারম্যান মাওয়ের সাথে লং মার্চ গ্রন্থে এইসব ঐতিহাসিক ও দুর্ধর্ষ বাস্তব ঘটনার সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। লেখক পরিচিতি চেন চ্যাঙ ফেঙ ১৯৩০ সালে তার ১২ বৎসর বয়সের সময়ে চেয়ারম্যান মাও সে-তুঙের আর্দালী হিসাবে কাজে যোগদান করেন। অতঃপর তিনি ঐতিহাসিক লঙ মার্চে সারাক্ষণ চেয়ারম্যানের দেহরক্ষী হিসেবে থাকেন। পরে তিনি মাও এর পরামর্শে সেনাবাহিনীতে যোগ দেন এবং লাল-ফৌজের সাব মিলিটারী জোনের একজন ডেপুটি কমান্ডার হন। কর্ণেল চেন চ্যাঙ ফেঙ প্রণীত এই গ্রন্থটি (On the Long March with Chairman Mao চেয়ারম্যান মাওয়ের সাথে লং মার্চ) মাও সে-তুং ও লঙ মার্চ সম্পর্কে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতার একটি স্মারক। অনুবাদক : আবদুশ শহীদ ও আজাদ সুলতান, প্রকাশক লেখক কমিউনিস্ট কর্মী