গ্রন্থ পরিচিতি জোছনালোকিত কবি মাশুক শাহী। তার কবিতা শ্রুতি নান্দনিক, সৌন্দর্যময় ও শৈল্পিক। আবার কখনো যুক্তিনির্ভর দর্শনাশ্রিত জোছনায় সমর্পিত। সামাজিক- মনোস্তাত্ত্বিক নানা সংকট, আধুনিক দারিদ্র্য বিপন্নতা-বিষণ্নতা, কর্পোরেট বাণিজ্যের কদর্যতা, ভোগবাদের নৃশংসতা থেকে শুরু করে নির্ভার প্রেম, মানবিক-প্রাকৃতিক আরণ্যক শুদ্ধতা উঠে আসে কবিতার ক্যানভাসে। সে এক অভিন্ন শুভ্রতার জগত! সেখানে কবি হেঁটে যেতে থাকেন, অনন্ত পথের দিকে। কবির হেঁটে যাওয়া সেই নিরবচ্ছিন্ন পথে হাঁটতে থাকেন অভিলাষী পাঠক। সেই যাত্রার গল্পগুলো বিন্যস্ত নিরীহ আর স্নিগ্ধ অথচ ঋজু ঘুমকন্যা ও ফিনিক্স হৃদয় কাব্যগ্রন্থের কবিতার ভাঁজে ভাঁজে পাতায় পাতায়। লেখক পরিচিতি মাশুক শাহী জন্ম : ১৬ এপ্রিল, ১৯৬৯। পৈতৃক ভূমি যশোর। বাংলা ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স) এমএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। মূলত কবি। গল্প ও প্রবন্ধেও পারদর্শী। প্রকাশ ও প্রচারের ব্যাপারে কৃপণ। পেশাসূত্রে প্রশিক্ষণ, উপকরণ, গণসচেতনতা, জনভিত্তিক উন্নয়ন ও গবেষণা-কর্মের সাথে সম্পৃক্ত। সম্পাদনা করেছেন শিল্প-সাহিত্যের ছোট কাগজ ‘প্রমা’ কবি আজীজুল হক সংখ্যা। ‘ঘুমকন্যা ও ফিনিক্স হৃদয়’ তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। কবির কবিতা ইংরেজি, রুশ, উজবেক, তাজিক ও জাপানিসহ সাতটি ভাষায় অনূদিত হয়েছে। কাব্যগ্রন্থ : খামবন্দী বায়োডাটা (২০০২) শিশুতোষ : সবুজ বনে স্বর্ণলতা (১৯৯৭); চতুর রাজার পরাজয় (১৯৯৮); গল্পের আসর (২০০৭); রাজকন্যা ও যাদুর বাক্স (২০১৪) সচেতনতা : আমাদের পাশে ইউনিয়ন পরিষদ আছে (২০১২) ও ভিটেমাটি (২০১৬)