‘অগ্নিঝড়’ একটি মৌলিক কবিতা গ্রন্থ- যেখানে রয়েছে এক সংক্ষুব্ধ মনের বহিঃপ্রকাশ! আমার প্রতিটি লেখাই এক একটি ব্যক্তি জীবনের গল্প- যা আমার পেশাজীবনের অভিজ্ঞতার আলোকে আমার অজান্তেই ছায়া শক্তি হিসেবে প্রভাব ফেলে। লেখনীর কেন্দ্রীয় মানব চরিত্রগুলো বিশেষ কাউকে কটাক্ষ করে নয়- এমন বিশেষ চরিত্র আমাদের কর্ম ও সামাজিক জীবনে আশেপাশেই বিচরণ করে। প্রতিদিন বাংলাদেশের রাজপথসহ ছোটো-খাটো সড়কেও যন্ত্র দানবের অযাচিত আঘাতে অকালে ঝরছে অগণিত মানুষ, সাথে পাল্লা দিয়ে অগ্নি সন্ত্রাস- অগ্নির তান্ডবে পুড়ছে দেহ, পুড়ছে বিশাল অট্টালিকা-সম্পদ! বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি। জলবায়ুর আগ্রাসনে ঋতু আজ নিজস্ব স্বকীয়তা হারাচ্ছে। তারও প্রতিফলন আছে কিছু কবিতায়। পেশা জীবনের মানসিক/মনস্তত্বের প্রস্ফুটনও আছে লেখায়। আশা করি তা মার্জনীয়। কবিতাগুলোর মূলধারার প্রেক্ষাপটের কিছু ব্যাখ্যা আছে সাথে সচেতন পাঠকগণ যাতে অন্যভাবে বিশ্লেষণ না করেন তারই উদ্দেশ্যে এ সকল সংযোজন করা হয়েছে। এখানে উল্লেখ্য যে- কিছু কবিতা বাংলাদেশের জাতীয় সাপ্তাহিক ও ঈদ সংখ্যায় প্রকাশিত হয়েছে ইতোপূর্বেই। আশা করি ‘অগ্নিঝড়’ পাঠকদের আনন্দ দেবে।
MBBS (DMC), MMED, PAED (NUS) MRCP CH UK, MPH- EPIDEMIOLOGY (SUB-BD), DCH (IPGM&R)-DU. ডা, রেহানা খানম এমবিবিএস ঢাকা মেডিক্যাল কলেজ থেকে পাস করার সাথে সাথেই তিনি ১৯৭৯ সালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেই ইনসার্ভিস ট্রেনিং শেষ করে এসিসট্যান্ট সার্জন হিসেবে প্রথম পেশা জীবনে প্রবেশ করেন। পরবর্তীতে আর্মি মেডিক্যাল কোরে যােগদানের পূর্বে ও পরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পােস্ট গ্রাজুয়েশন ট্রেনিং ও কোর্সে যােগদান করেন। তারমধ্যে উল্লেখযােগ্য মাস্টার অফ মেডিসিন ও মাস্টার অফ পিডিয়াট্রিকস যার সমমান ডিগ্রি এমআরসিপি, সিএইচ ইউকে-ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর থেকে অর্জন করেন ও রেজিস্ট্রিভুক্ত হন। পরবর্তীতে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এমপিএইচ, এপিডেমিওলজি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে দীর্ঘ ২৪ বছর কেটেছে শিশুরােগ বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন সিএমএইচে। তাছাড়া AFMI ও AFMC-তে সিনিয়র ইনস্ট্রাকটর ও শিক্ষক হিসেবে নিয়ােজিত ছিলেন। এখানে আরাে উল্লেখ্য যে, কনসালট্যান্ট হিসেবে রয়েল মালয়েশিয়ান আর্মিতে প্রেষণে নিয়ােগ ও পেশাগত দায়িত্ব পালন, ইউএসএ পরিচালিত Adventist হাসপাতাল, পেনাঙ্গ, মালয়েশিয়াতে। পেরিনেটাল মেডিসিনে বিশেষ পােস্ট গ্রাজুয়েশন ট্রেনিং ও দায়িত্ব পালন এবং সিঙ্গাপুরে কোর্স ও ট্রেনিং পেশা জীবনের একটি মাইল ফলক।। দেশ-বিদেশের মেডিক্যাল জার্নালে তার অনেক গবেষণামূলক আর্টিকেল ছাপা হয়েছে। লে. কর্নেল (ডা.) রেহানা খানম (অব.) বর্তমানে ক্লিনিক্যাল ও দেশ-বিদেশের সাথে গবেষণায় যুক্ত।