এডমিশন পিরিয়ড আমাদের সবার জীবনের একটি অতীব গুরুত্বপূর্ণ সময়। কলেজের গণ্ডী পেরোনো প্রায় প্রতিটি শিক্ষার্থী চেষ্টা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি সিটকে নিজের করে নেওয়ার। সেই উদ্দেশ্য কে মাথায় রেখে চলে আপ্রাণ চেষ্টা ভর্তি পরীক্ষা ঠিক আগ মুহূর্তে শিক্ষার্থীরা এক বড় আতঙ্কের সম্মুখীন হয়। পাঠ্যবই, কোচিংয়ের বই-শীটের হাজার হাজার টাইপের থেকে শেষ সময়ে কোনটা ছেড়ে কোনটা পড়বে এই দ্বিধা দ্বন্দ্বের শেষে ভালোভাবে পড়া হয়ে উঠে না কোনটিই। কিন্তু বিগত ২০ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় বাংলাদেশের প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে ফিরিয়ে ১৩৫ টি টাইপ থেকে প্রশ্ন করে থাকেতার মধ্যে ৭৫ টি টাইপ খুব ভালোভাবে আয়ত্ত করলে যে কোন একটি ভার্সিটিতে একটি সিট দখল করা সম্ভব। সেই উদ্দেশ্য থেকে নিয়ে আসা হলো 10-day sure chance program (7-day GST 3-Day Special Agriculture) বইটিতে প্রতি দিনের জন্য সেকশন ভাগ করা আছে। সেখানে থাকবে ওই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ তথ্য ও টাইপভিত্তিক উদাহরণ। বইটি দশ দিনে কাভার করার জন্য দশটি সেটে বিভক্ত থাকবে। এর মধ্যে প্রথম ৭ দিন পুরোপুরি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য বরাদ্দ এবং বাকি ৩ দিন কৃষি ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল প্রিপারেশন। যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য বইয়ের প্রথম ৭ দিনের সেগমেন্ট পড়লেই যথেষ্ট। তবে যারা কৃষি গুচ্ছ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো, তাদের পুরো ১০ দিনের প্রস্তুতিই নিতে হবে। প্রথম ৭ দিনে তোমরা প্রয়োজনীয় থিওরী শিখবে এবং শেষ ৩ দিনে ম্যাথ প্র্যাক্টিস করবে। সেই অনুযায়ীই বইটি সাজানো হয়েছে। তোমার হাতে ১০ দিনের বেশি সময় থাকলে প্রথম ১০ দিনে ১০ পার্ট কমপ্লিট করে ফেলবে। অতিরিক্ত ১ দিন থাকলে আবার সবগুলো রিভিশন দিবে। দুই দিন বেশি হাতে থাকলে প্রতিদিন ৫ সেট করে পড়বে। হাতে ১০ দিনের কম সময় থাকলে প্রতিদিন ২ বা ৩ টি করে সেট পড়বে। এভাবে এডজাস্ট করে নেবে। প্রতিটি টাইপের নিচে থাকবে কিছু প্র্যাকটিস প্রবলেম। সেগুলো সলভ করে সেরে নিতে পারো পূর্ণাঙ্গ প্রস্তুতি। প্র্যাকটিস প্রবলেম গুলোর নিচেই পাবে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর। মনে রাখবে, এই বইটির উদ্দেশ্য তোমাকে ভালো রেজাল্ট করানো না। এই বইটি কেবল তোমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট দখল করতে পারার আশ্বাস দিতে পারে, এর বেশি না। এডমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি কেবল এই বই দিয়ে সম্ভব না। পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তোমাকে দিতে তোমার সর্বোচ্চ। তবে শেষ মুহুর্তে প্রিপারেশন একদমই না নিয়ে থাকলে এই বইটিই হতে পারে তোমার একমাত্র রক্ষাকবজ।
Title
কিউএনএ ১০ দিনে চান্স নিশ্চিত - কৃষি ও গুচ্ছ - ক ইউনিট