‘আলোর পথ পেল যারা’ শিশু-কিশোরদের জন্যে লেখা হাদিসের গল্প কথা। আজকে যারা শিশু-কিশোর আগামি দিনে তারা সকলে বড় হবে। দেশের নাগরিক হবে। ভালো মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে হবে। কিভাবে তাদেরকে ভালো মানুষ করে গড়ে তোলা যায় ? আজকে এ প্রশ্ন সকলের। সমাজের সবখানে আজ অবক্ষয়ের জোয়ার। তার মোহনায় দাঁড়িয়ে সকল বাবা-মায়েরা শিশু-কিশোরদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। ভাবছে এ অবস্থা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়? আজকাল প্রতিদিনই শিশু-কিশোরদের জন্যে বের হচ্ছে কবিতা-ছড়া-গল্পের বই। হাট্টিমাটিম টিম বা আগডুম বাগডুম ছড়া পড়ে কিংবা ভ‚ত-পেতনির গল্প জেনে শিশু-কিশোরেরা কী শিখছে? এ সব অর্থহীন ছড়া, কবিতা কিংবা গল্প পড়ে তারা না পাচ্ছে কোন সঠিক তথ্য আর না শিখছে কোন জ্ঞান। অথচ হাদিস গ্রন্থে ছড়িয়ে ছিটিয়ে আছে কত না সুন্দর সুন্দর সত্য গল্প কাহিনি। সবার আগে আল্লাহ ও তাঁর রাসূলগণকে চেনা দরকার। নৈতিক শিক্ষা অর্জন করা দরকার। ইতিহাস ঐতিহ্য থেকে শিক্ষা নেয়া দরকার। এগুলো যদি গল্পের মত করে কোমলমতি শিশু-কিশোরদের হাতে তুলে দেয়া যায় তাহলে তারা শিখবে, জানবে, মানুষ হিসেবে গড়ে উঠবে। সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটবে। এমনই চিন্তা থেকেই আমার ‘আলোর পথ পেল যারা’ গল্প লেখার চেষ্টা। রাসূলের জীবনের সত্য ঘটনা হাদিস থেকে নিয়ে লেখা এ গল্পগুলো শিশু-কিশোরদের নিশ্চিত আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।
শহীদ সিরাজী’র মূল নাম মোঃ শহীদুল্লাহ। তিনি একজন কবি, কথাশিল্পী, শিশুতোষ লেখক, গীতিকার, ছড়াকার ও ব্যাংকার। কর্মজীবনে বিভিন্ন ব্যস্ততার মাঝেও তিনি দীর্ঘদিন ধরে কবিতা, ছড়া, শিশুতোষ কবিতা, ছোটগল্প ও গান লিখে আসছেন। তার লেখা জাতীয় দৈনিকসহ বেশ কিছু পত্র পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। ইতোমধ্যে তার বত্রিশটি বই প্রকাশিত হয়েছে। আরও কয়েকটি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে।