English একটি সহজ, সাবলীন ও সমৃদ্ধ ভাষা। এটি একটি আন্তর্জাতিক ভাষা। পৃথিবীর অধিকাংশ মানুষ এই ভাষা ব্যবহার করে। যদি এ ভাষাটি কঠিন হত তাহলে এটি আন্তর্জাতিকভাবে সমাদৃত হতে পারত না। বাংলাদেশে এ ভাষাটি এতই কঠিন ও দুর্বোধ্য যে শিশু ক্লাশ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পরিশ্রম করেও এ ভাষায় কথা বলা ও কিছু নির্ভুলভাবে লেখা অধিকাংশ ছাত্র-ছাত্রীদের জন্য স্বপ্নই থেকে যায়। বিষয়টি খুবই রহস্যজনক ও অদ্ভূত। বিষয়টি যতই রহস্যজনক ও অদ্ভূত হোক না কেন, কারণ খুব স্পষ্ট; তা হলো এদেশর ইংরেজি শিক্ষা পদ্ধতি খুবই নিজস্ব ও অবাস্তব। আন্তর্জাতিকভাবে পরিচিত, প্রচলিত ও জনপ্রিয় বই বা পদ্ধতি এ দেশে ইংরেজি শিক্ষার জন্য অনুসরণ করা হয় না। এমন পদ্ধতি ও পুস্তক উদ্ভাবন করা হয়েছে যে, ছাত্র-ছাত্রীরা পরিশ্রম ও সময় ব্যয় করবে কিন্তু কিছুই শিখতে পারবে না। মনে হয় কোন অদৃশ্য শক্তির পরিকল্পনায় এটি ঘটছে। যেখানে English Medium স্কুলে ২-৩ বছরে একটি শিশু ইংরেজি লেখা ও পড়া শিখে ফেলে সেখানে বাংলা মাধ্যমে বিশ্ববিদ্যালয় ডিগ্রীধারীরাও তা পারে না। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি পৃথিবীর অনেক ভাষার চেয়ে কম পরিশ্রমে ও কম সময়ে ইংরেজি ভাষা শেখা সম্ভব। আমার Practical Spoken
মোঃ মাহবুব আলম ১৯৬১ সনে জন্মগ্রহণ করেন। তিনি একজন ইংরেজির অধ্যাপক। তিনি ১৯৮৮ সনে শিক্ষা ক্যাডারে যোগদান করে দেশের বিভিন্ন কলেজে কাজ করেন। তিনি প্রভাষক হিসাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে; সহকারী অধ্যাপক হিসাবে সরকারি তিতুমীর কলেজে; সহযোগী অধ্যাপক হিসাবে ফরিদপুর রাজেন্দ্র কলেজে ও ইডেন মহিলা কলেজে; অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে রাজশাহী কলেজে কাজ করেন। তিনি অধ্যক্ষ হিসাবে কাজ করেন সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ, ফরিদপুর-এ। তিনি একাধিক একাডেমিক ও ক্রিয়েটিভ বইয়ের লেখক।