প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাধ্যমিক জীবনের ধাপ পেরিয়ে উচ্চ-মাধ্যমিক পর্যায়ে পদার্পণ করায় উদ্ভাসের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন। মাধ্যমিকের পড়াশুনা থেকে উচ্চ-মাধ্যমিকের পড়া... See more
TK. 75
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
কমিয়ে দেখুন
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষনীয় সব অফার!
আরো দেখুন
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষনীয় সব অফার!
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাধ্যমিক জীবনের ধাপ পেরিয়ে উচ্চ-মাধ্যমিক পর্যায়ে পদার্পণ করায় উদ্ভাসের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন। মাধ্যমিকের পড়াশুনা থেকে উচ্চ-মাধ্যমিকের পড়াশুনার ধাঁচ ভিন্ন এবং ব্যাপক। মাধ্যমিক পর্যন্ত যেখানে ‘বোর্ড বই’-ই ছিল সব, সেখানে উচ্চ-মাধ্যমিকে বিষয়-ভিত্তিক নির্দিষ্ট কোনো বই নেই। কিন্তু বাজারে বোর্ড অনুমোদিত বিভিন্ন লেখকের অনেক বই পাওয়া যায়। একারণেই শিক্ষার্থীরা পাঠ্যবই বাছাইয়ের ক্ষেত্রে দ্বিধায় ভোগে। এছাড়া, মাধ্যমিকের তুলনায় উচ্চ-মাধ্যমিকে সিলেবাস বিশাল হওয়া সত্ত্বেও প্রস্তুতির জন্য খুবই কম সময় পাওয়া যায়। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধাপের শুরুতেই দ্বিধা-দ্বন্দ্ব থেকে মুক্তি দিতে আমাদের এই Parallel Text। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হতাশার একটি মুখ্য কারণ থাকে পাঠ্যবইয়ের তাত্ত্বিক আলোচনা বুঝতে না পারা। এজন্য শিক্ষার্থীদের মাঝে বুঝে বুঝে পড়ার প্রতি অনীহা তৈরি হয়। তারই ফলস্বরূপ শিক্ষার্থীরা HSC ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে ব্যর্থ হয়। তোমাদের লেখাপড়াকে আরও সহজ ও প্রাণবন্ত করে তোলার বিষয়টি মাথায় রেখে আমাদের Parallel Text বইগুলো সাজানো হয়েছে সহজ-সাবলীল ভাষায়, অসংখ্য বাস্তব উদাহরণ, গল্প, কার্টুন আর চিত্র দিয়ে। প্রতিটি টপিক নিয়ে আলোচনার পরেই রয়েছে গাণিতিক উদাহরণ; যা টপিকের বাস্তব প্রয়োগ এবং গাণিতিক সমস্যা সমাধান সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি পরবর্তী টপিকগুলো বুঝতেও সাহায্য করবে। তোমাদের বোঝার সুবিধার জন্য গুরুত্বপূর্ণ সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্য ইত্যাদি নির্দেশকের মাধ্যমে আলাদা করা হয়েছে। এছাড়াও যেসব বিষয়ে সাধারণত ভুল হয়, সেসব বিষয় ‘সতর্কতার’ মাধ্যমে দেখানো হয়েছে। তবে শুধু বুঝতে পারাটাই কিন্তু যথেষ্ট নয়, তার পাশাপাশি দরকার পর্যাপ্ত অনুশীলন। আর এই বিষয়টি আরও সহজ করতে প্রতিটি অধ্যায়ের কয়েকটি টপিক শেষে যুক্ত করা হয়েছে ‘টপিক ভিত্তিক বিগত বছরের প্রশ্ন ও সমাধান’। যার মধ্যে রয়েছে বিগত বোর্ড পরীক্ষার প্রশ্নের পাশাপাশি বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান। এভাবে ধাপে ধাপে অনুশীলন করার ফলে তোমরা বোর্ড পরীক্ষার শতভাগ প্রস্তুতির পাশাপাশি ভর্তি পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবে এখন থেকেই। এছাড়াও অধ্যায় শেষে রয়েছে ‘গুরুত্বপূর্ণ প্র্যাক্টিস প্রবলেম’ ও ‘গাণিতিক সমস্যাবলি’ যা অনুশীলনের মাধ্যমে তোমাদের প্রস্তুতি পূর্ণাঙ্গ হবে। আশা করছি, আমাদের এই Parallel Text একই সাথে উচ্চ-মাধ্যমিকে তোমাদের বেসিক গঠনে সহায়তা করে HSC পরীক্ষায় A (প্লাস) নিশ্চিত করবে এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধের জন্য প্রস্তুত রাখবে। তোমাদের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনায়- উদ্ভাস কেমিস্ট্রি টিম
একজন শিক্ষার্থী একটি জাতির অপার সম্ভাবনার ধারক। উদ্ভাস পরিবার সবসময় এই শিক্ষার্থীদের পথচলাকে বহুমাত্রিকভাবে অনুপ্রাণিত করতে চায়। উদ্ভাস একজন শিক্ষার্থীকে না বুঝে মুখস্থ করার বদলে প্রশ্ন করতে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে আগ্রহী করে তোলে। উত্তর খুঁজে বের করার এরকম হাজারো অনিশ্চিত ভ্রমণের মাধ্যমে যুগে যুগে মানুষ জ্ঞানচর্চায় এগিয়ে গেছে। মানবসভ্যতা উন্নত হয়েছে। তবে এই উন্নতিই শেষ কথা নয়। কেননা উদ্ভাস মনে করে, একটি সুন্দর এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে একজন শিক্ষার্থীকে কেবল পড়াশোনায় ভালো করলেই চলবে না। বরং তার মধ্যে থাকতে হবে চিন্তাশীলতার চর্চা, ইতিবাচক মনোভাব, পর্যাপ্ত আত্মবিশ্বাস এবং মূল্যবোধের বিকাশ। মানুষ চিন্তাশীল হতে পারলে স্রষ্টার দেয়া বিপুল শক্তিশালী মস্তিষ্ককে ব্যবহার করে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে। কিন্তু মূল্যবোধের চর্চার অভাবে মানুষ নিজেই নিজেদের ধ্বংসের কারণ হতে পারে। মানবসভ্যতার ইতিহাস ঘাটলে এমন অনেক ঘটনাই পাওয়া যায়। অন্যদিকে, এই পৃথিবীর বুকে প্রতিনিয়ত অজস্র প্রতিকূলতার বিপরীতে মানুষের মতো ক্ষুদ্র প্রাণীর টিকে থাকার অন্যতম হাতিয়ার হচ্ছে আত্মবিশ্বাস এবং ইতিবাচকতা। উদ্ভাস শিক্ষার্থীদের মেধার বিকাশের পাশাপাশি এই গুণগুলোর বিকাশকেও অপরিহার্য মনে করে। কেননা এভাবেই সত্যিকারের পরিবর্তন আসে। বস্তুত পরিবর্তনের প্রত্যয়ে পথ চলতে চলতে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নকেই বাস্তবায়ন করতে চায় উদ্ভাস।