সারসংক্ষেপ : সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য যিনি সারা বিশ্বের প্রতিপালক। আল্লাহর বান্দা, তাঁর প্রেরিত দূত, বন্ধু এবং আমাদের নাবী মুহাম্মাদ ✁ এর উপর, তাঁর পরিবার-পরিজন ও তাঁর সকল সাহাবীর উপর সলাত ও সালাম বর্ষিত হোক। এই পার্থিব জীবনে বান্দার যে সকল বিষয়ের উপর যত্ন নেওয়া আবশ্যক তার মধ্যে অধিকতর গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান। ঈমান আত্মার সবচেয়ে উত্তম উপার্জন। এর মাধ্যমে বান্দা উভয় জগতে মর্যাদাবান হয়। এমনকি দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণ বিশুদ্ধ ঈমানের উপর নির্ভর করে। সুতরাং প্রত্যেক কল্যাণকামী মুমিনের ঈমান অন্বেষণ করা এবং সর্বাবস্থায় নিজের ঈমান পরীক্ষা করা উচিত যে, তার ঈমান কি মজবুত ও বৃদ্ধি হচ্ছে? না কি এর বিপরীতে দুর্বল ও হ্রাস হচ্ছে? বরং ঈমান বৃদ্ধি করার জন্য যেসব বিষয় অধিকতর উপযোগী তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা ও সাধনা করা এবং যে সকল বিষয় ঈমান হ্রাস ও দুর্বল করে তা বর্জন করা উচিত। এমন কতিপয় বিষয় রয়েছে যা ঈমানের উপর আপতিত হয়ে ঈমান হ্রাস করে দেয়। যেমন- দুনিয়ার ফিতনাহ্, শয়তানের কুমন্ত্রণা, অসৎ সঙ্গী, দুর্নীতির সাথে সংমিশ্রণ, প্রবৃত্তির কুচাহিদা এছাড়াও যে সকল বিষয় ঈমান হ্রাস ও দুর্বল করতে সহায়ক ভূমিকা রাখে তা ঈমান শক্তিশালী ও নবায়ন করার জন্য দ্রুত বর্জন করা জরুরি।