Bangladesh Customs Tariff Solution (Fiscal Year : 2024-2025)" বইটির ভূমিকা থেকে নেয়াঃ আমার সংকলকৃত “Bangladesh Customs Tariff Solution” বইটি নিয়ে কিছু বিষয় আমি পাঠকের কাছে তুলে ধরতে চাই। বিষয়গুলাে হলাে: * এই বইয়ে বেশকিছু HS Code এর বিপরীতে পণ্যের বিবরণের সাথে ছবি দেওয়া হয়েছে। পণ্যের এই ছবি শুধুমাত্র পাঠকের। HS Code যাচাই এবং চিহ্নিত বিষয়ে সহজীকরণের জন্য। যদিও এই একটা ছবি দিয়ে পণ্যের আকার, প্রকৃতি বা সুনির্দিষ্টতা যাচাই সম্ভব নয়। তারপরও এই ছবি শুধুমাত্র পাঠকের সহজ বােধগম্যতার জন্য দেওয়া হলো। এই ছবি কোনাে ভাবে শুল্কায়ন বা আইনি রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে না। * এই বইয়ে বেশকিছু HS Code এর বিপরীতে First Schedule এর Tariff Description এর পাশাপাশি কিছু কিছু Commercial Description দেওয়া হয়েছে। একটি পণ্যের নানাবিধ Commercial Description হতে পারে। আমি পাঠকের সুবিধার্থে বর্তমানে শুল্কায়নের সময় ব্যবহৃত নানাবিধ Commercial Description থেকে সর্বাধিক ব্যবহৃত একটি বা দুইটি Commercial Description দেওয়ার চেষ্টা করেছি। এই Commercial Description কোনভাবে আইনি রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে না। * আমি চেষ্টা করেছি বইটিতে পণ্য আমদানির ক্ষেত্রে প্রযােজ্য শুল্ক করাদি সম্পকে সুষ্পষ্ট তথ্য ছাড়াও বিদ্যমান নানা প্রজ্ঞাপন বিষয়ে মন্তব্য ও ব্যাখ্যা দিতে। প্রতিটি HS Code এর বিপরীতে বিদ্যমান নানা প্রজ্ঞাপনের সূত্র থাকার কারণে পাঠক খুব সহজে উক্ত HS Code কোন প্রজ্ঞাপনের সুবিধাপ্রাপ্ত এবং সুবিধাপ্রাপ্তির বিস্তারিত শুল্কহার জানতে পারবেন। * চলতি অর্থবছর সিপিসি সংক্রান্ত বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণার জন্য বিদ্যমান সিপিসির এবং প্রযােজ্য শুল্কহার এর তালিকা সংযুক্ত করা হয়েছে। সিপিসি বিভিন্ন সময় বিভিন্ন কারণে পরিবর্তন বা সংশােধন হয়ে থাকে। সুতরাং এই সংক্রান্ত বিষয়ে কোনাে প্রকার জটিলতা বা শুল্কহারে ভিন্নতা দেখলে তা এসাইকুড়া সিস্টেমে বিদ্যমান সিপিসির শুল্কহার বিবেচনা করতে হবে।
Title
বাংলাদেশ কাস্টমস ট্যারিফ সল্যুশন( ফিস্কাল ইয়ার: ২০২৪-২০২৫)
জন্ম ১৯৮১ সালে, সমুদ্র আর পাহাড়বেষ্টিত চট্টগ্রাম শহরে। লেখালেখির স্বপ্নের গল্পটা শুরু সেই বিশাল বিশাল পাহাড় আর বিস্তৃত সমুদ্র দেখে। ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করে প্রজাতন্ত্রের চাকরি নিয়ে সেই স্বপ্ন থমকে থাকে দীর্ঘকাল। ২০২০-এর বইমেলায় ব্যাপক পাঠক সমাদৃত গল্পগ্রন্থ ‘মধ্যবিত্ত’ দিয়ে শুরু হয় সেই স্বপ্নের আলো স্পর্শ করার যাত্রা। লেখকের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘পিতা’ যেন সেই আলোর স্রোতের তীব্রতা পায়। এই আলোর স্পর্শ নিয়ে লেখক লিখে যেতে চান আমার গল্প, আপনার গল্প, আমাদের গল্প।