চলমান বাস্তবতা আমাদের কী শিক্ষা দেয়? বৈশ্বিক মন্দা ও মূল্যস্ফীতির চরম সংকটের মধ্যে জাতীয় বাজেট পাস হয়। একই সময়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরতে প্রকাশিত হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা। বাজেটে সবচেয়ে চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে উচ্চ মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে এনে গণদুর্ভোগ হ্রাস করার বিষয়টি। বাজেট এবং চলমান এ বাস্তবতা আসলে আমাদের কী শিক্ষা দেয়? অন্যদিকে, বিশ্বে এখন সমান তালে জমে উঠেছে নির্বাচনি আমেজ আর খেলার উৎসব। একদিকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সরকার গঠন, মেক্সিকোয় প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত, যুক্তরাজ্য ও ফ্রান্সের সাধারণ নির্বাচনসহ ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। অন্যদিকে, টি-২০ বিশ্বকাপ, কোপা আমেরিকা, অলিম্পিক আর ইউরো কাপ। সবমিলিয়ে বিশ্ব এখন বুঁদ হয়ে আছে উত্তেজনা, আবেগ, উৎকণ্ঠা, জয়ের আনন্দ আর পরাজয়ের গ্লানিতে। প্রফেসর'স কারেন্ট অ্যাফেয়ার্স শুরু থেকেই গুরুত্বপূর্ণ এসব তথ্য নিয়ে হাজির হয়ে ধারাবাহিকভাবে তুলে ধরে দেশের ইতিবাচক ভাবমূর্তি। সেই লক্ষ্যে এবারের বিশেষ আয়োজনে থাকছে আর্থসামাজিক ও জনমিতিক জরিপ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল ব্যাংক, বিসিএস ও অন্যান্য চাকরির প্রস্তুতিসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান।