লেখার শক্তিতে জীবনকে দেখা অভিজ্ঞতার কীর্তিমান লেখক এস এম শাহাবউদ্দিন। যার লেখাতে পাঠক খুঁজে পান জীবনের কথা, সময়ের কথা ও সমাজের কথা। গঠন মূলক এবং গবেষণামূলক চিন্তাশীল লেখক। এস এম শাহাবউদ্দিন তার লেখার গতিধারায় খুঁজে বেড়ান কীসের ওপর তৈরি হবে তার লেখার গতি? কিংবা কীভাবে নির্বাচন করবেন বিষয় বৈচিত্র্য? তার অনুভূতি বিদ্যমান- গল্পের ভেলায় চড়ে ব্যতিক্রম প্রকাশ ভঙ্গিতে গল্প, ছড়া, কবিতা, জীবনী, উপন্যাস, ইতিহাস তথ্য, নাটক এবং অন্যান্য বিষয় ভিত্তিতে শিশুকিশোর ও বড়দের উপযোগী সুস্থ সাহিত্যধারা রচনা করা। বহুমূখী গুনের অধিকারী এস এম শাহাবউদ্দিনের ভাবনা বৈচিত্রের সঞ্চিত অভিজ্ঞতায় অনুভূতির বহিঃপ্রকাশ ছোট গল্পগ্রন্থ বৃক্ষলতার গান। গল্পের দৃশ্যপটে আছে মানুষের মনোজগৎ স্পর্স করা বৈচিত্রময় মানবতা। শিল্প, সাহিত্য, চলচ্চিত্র ও সামাজিক দায়বদ্ধতার কর্মময় বর্ণাঢ্য জীবন অধিকারী এস এম শাহাবউদ্দিন-এর প্রকাশিত গ্রন্থ সংখ্যা মোট ২২টি। সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখার পড়ুয়া বিচরণ এর বিচক্ষণতায় বিভিন্ন বিষয়ের উপর তিনি যেমন পড়াশোনা করেন ঠিক তেমনই আবার সঞ্চিত অভিজ্ঞতার সমাহারে লিখে যান দু’হাত ভরে। যে লেখা নিয়ে বিভিন্ন প্রকাশনী থেকে বাৎসরিক একুশে গ্রন্থমেলায় বের হয় তার রচিত গ্রন্থসমূহ।