ধূমকেতুর মতোই বাংলার, বাঙালির জীবনে-গানে-প্রাণে আর সাহিত্যে তাঁর আবির্ভাব। স্তব্ধ হয়ে যান খ্যাতি- জনপ্রিয়তার শিখরেই। তাঁকে নিয়ে বিস্তর গবেষণা-লেখা হয়েছে, হচ্ছে। নজরুলজীবন যে মহাকাব্যেরও অধিক। মুজফ্ফর আহ্মদ ছিলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম যৌবনের অধিকাংশ রচনার প্রথম পাঠক, ঘনিষ্ঠতম বন্ধুদের একজন। একসঙ্গে সাংবাদিকতা করেছেন। রাজনৈতিক দল গড়েছেন। লড়েছেন সাম্যের পক্ষে। ছিলেন নির্ঘুম নজরুলের এক রাতে লেখা, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা ‘বিদ্রোহী’র প্রথম পাঠক। জীবন্মৃত নজরুলকে নিয়ে কিংবদন্তির কুহেলিকার বিস্তারে ব্যথিত হয়ে বন্ধুত্বের স্মৃতিকথা লিখতে শুরু করেছিলেন মাসিকপত্র বিংশ শতাব্দীতে। স্মৃতি-শ্রুতির ভরসায় না থেকে জীবৎকালে নতুন তথ্যের সন্ধান পাওয়ামাত্র যে গ্রন্থটি তিনি বারংবার সংশোধন-পরিমার্জন করেছেন। পাঠক-গবেষকদের সতর্ক করেছেন এই বলে যে, এ গ্রন্থ নজরুলজীবনী নয়, নজরুলকে নিয়ে লেখকের স্মৃতির রোমন্থন মাত্র। কাকাবাবু বলে খ্যাত সমাজতন্ত্রী মুজফফর আহমদের অসামান্য-অনন্য এই বন্ধুকৃত্য আজও নজরুল গবেষকদের জন্য তথ্যে-সত্যে নির্ভরতার এক আকর। ‘কাজী নজরুল ইসলাম : স্মৃতিকথা’ উৎসর্গিত হয়েছে নজরুল-মুজফফর বন্ধুবৃত্তের তৃতীয় ব্যক্তিত্ব ভারতের সাম্যবাদী আন্দোলনের কিংবদন্তি রাজনীতিবিদ আবদুল হালিমকে।
কমরেড মুজফফর আহমদ (০৫.০৮.১৮৮৯-১৮.১২.১৯৭৩) ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি গঠনের পথিকৃৎ। তিনি নজরুল সম্পাদিত ‘নবযুগ’ (২ জুলাই ১৯২০) ‘ধূমকেতু’ (১১ আগস্ট ১৯২২), ‘দৈনিক সেবক’ (১৯২২) ‘লাঙ্গল’ (২৫.১২.১৯২৫), ‘গণবাণী’ (১২.৮.১৯২৬) ইত্যাদি পত্রিকার অন্যতম লেখক, সম্পাদক এবং পরামর্শক ছিলেন। তিনি দ্বৈপায়ন ছদ্মনামে ভারতের রাজনৈতিক সমস্যা এবং কৃষক ও শ্রমিকদের সমস্যা নিয়ে বিশ্লেষণাত্মক রচনা লেখেন। ১৯২৩ সালে গ্রেফতার হন। ১৯২৪ সালে কানপুর বলশেভিক ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হয়ে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। ১৯২৯-৩৩ খ্রি. ঐতিহাসিক মিরাট যড়যন্ত্র মামলায় তিন (১৯২৯-৩৩) বছর কারাদণ্ড ভোগ করেন। তিনি এবং নজরুল ইসলাম আবদুল হালিম এবং আবদুর রেজ্জাক খান সহযোগে ভারতের কমিউনিস্ট পার্টি গঠনে অন্যতম ভূমিকা পালন করেন। ১৯৩৬ সালে সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা নেন। ২৫.৩.১৯৪৮ তারিখে কমিউনিস্ট পার্টি বেআইনি হলে নিবর্তনমূলক আটক আইনে ১৯৫১ সাল পর্যন্ত আটক থাকেন। ১৯৬২ সালে চীন-ভারত সীমান্ত সংঘর্ষের সময় তাঁকে ভারত-রক্ষা অইনে দু-বছর আটক রাখা হয়। ৪০ বছর যাবৎ তিনি ভারতে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি ন্যাশনাল বুক এজেন্সি এবং গণশক্তি প্রিন্টার্স প্রেস গঠন করেন। তিনি ‘কাকাবাবু’ নামেও পরিচিত ছিলেন। তাঁর প্রণীত গ্রন্থাবলীর মধ্যে রয়েছে কৃষক আন্দোলন (১৯৩৯), ভারতের কমিউনিস্ট পার্টি গড়ার প্রথম যুগ ১৯২১-১৯৩৩ (১৯৫৯); কাজী নজরুল ইসলাম: স্মৃতিকথা (১৯৬৫), প্রবন্ধ সংকলন (১৯৭০), আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি ১৯২০-১৯২৯ (১৯৭৭) ইত্যাদি।