বইয়ের সংক্ষিপ্ত বিবরণ- আক্বীদাই শুরু, আক্বীদাই শেষ। আক্বীদা দিয়েই ইসলামে প্রবেশ এবং আক্বীদা দিয়েই জান্নাতে প্রবেশ। বিশুদ্ধ আক্বীদাই হচ্ছে একজন মুসলিমের মূলধন। বিশুদ্ধ আক্বীদাবিহীন মানুষের দেহে প্রাণ থেকেও সে যেন মৃত। এর প্রয়োজন জীবনের প্রতিটি ক্ষণে, যা নিয়ে যাবে জান্নাতপানে। এতদসত্ত্বেও আমাদের দেশের অধিকাংশ মানুষ এ ব্যাপারে একেবারেই উদাসীন। এর মূল কারণ হচ্ছে, জাতীয় শিক্ষাক্রম। সাধারণ শিক্ষাব্যবস্থা তো বটেই, এমনকি মাদরাসা শিক্ষাব্যবস্থায়ও বিশুদ্ধ আক্বীদা শিক্ষার কোনো ব্যবস্থা নেই। এদিকে হানাফী ক্বওমী শিক্ষাব্যবস্থায় আক্বীদা শিক্ষার নামে চলছে আশ‘আরী—মাতুরীদী আক্বীদা চর্চা, যার সাথে ইমাম আবু হানীফা ঢ়—এর আক্বীদার দূরতম কোনো সম্পর্কও নেই। আর আহলেহাদীছ ক্বওমী শিক্ষাব্যবস্থায় বিশুদ্ধ আক্বীদার যথেষ্ট গুরুত্ব থাকলেও বাংলা ভাষায় কোমলমতি শিক্ষার্থীদের উপযোগী সহজ আক্বীদার বই নিতান্তই অপ্রতুল। সেজন্য, ক্ষুদে শিক্ষার্থীদের বিশুদ্ধ আক্বীদা শিক্ষা দেওয়ার লক্ষ্যে এই পুস্তিকাটি প্রণয়ন করি, যার নাম দেই, ‘প্রশ্নোত্তরে ছোটদের ছহীহ আক্বীদা শিক্ষা’। শুধু ছোটরা নয়; বরং সাধারণ জনগণের জন্যও বইটি খুবই গুরুত্বপূর্ণ। বইটিতে একদিকে যেমন আক্বীদার মৌলিক বিষয়াবলি তুলে ধরা হয়েছে, অন্যদিকে তেমনি বিষয়গুলোকে প্রশ্নোত্তর আকারে খুব সহজ ও সাবলীল ভাষায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বইটির প্রত্যেকটি বক্তব্য কুরআন ও ছহীহ সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং সালাফে ছালেহীনের বুঝ সমর্থিত। এই আক্বীদাই ছিলো বিখ্যাত চার ইমামের লালিত। বইটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিলেবাসে যুক্ত হওয়ার মতো এবং প্রতিটি ঘরে রেখে বাড়ির সবাই পড়ার উপযুক্ত।