ইংরেজি ভাষায় Synonyms and Antonyms-এর অপরিসীম গুরুত্বের কথা বিবেচনা করে প্রকাশক জনাব সহিদুল হাসান মল্লিক Mullick English-Bangla Dictionary নামের একটি পূর্ণাঙ্গ অভিধান থাকা সত্ত্বেও Idioms ও Phrases-এর ওপর ভিন্ন একটি অভিধান প্রকাশের তাগিদ অনুভব করেন। এ ব্যাপারে আমার সাথে আলোচনা ও পরামর্শ করলে আমিও সহমত পোষণ করি। বাংলা ভাষাভাষী ছাত্রছাত্রী এবং সকল শ্রেণির পেশাজীবীর ব্যবহারের সুবিধার্থে ব্যাখ্যামূলক বাংলা অর্থের পাশাপাশি ইংরেজি বাক্যের ব্যবহার দেখানো হয়েছে। ইংরেজি ভাষায় মনের ভাব, আবেগ ও উচ্ছ্বাস প্রকাশ করতে এবং ভাষার নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে কখনো কখনো আক্ষরিক শব্দ ব্যবহারের চেয়ে Synonyms and Antonyms )-এ প্রয়োগ অধিক কার্যকর ও অর্থপূর্ণ হয়। ইংরেজি ভাষায় Idioms ও Phrases-এর সঠিক ব্যবহার সহজে রপ্ত করার কথা মাথায় রেখে Mullick English- Bangla Dictionary-তে ব্যবহৃত সকল Idioms ও Phrases এই অভিধানে alphabetically সন্নিবেশিত হয়েছে। ফলে পাঠক ইংরেজি ভাষায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ ও বহুল প্রচলিত Synonyms and Antonyms এই অভিধানে সহজে ব্যবহারযোগ্য উপায়ে পেয়ে যাবে। Mullick English-Bangla Synonyms and Antonyms Dictionary-টি প্রকাশ করার ক্ষেত্রে যাঁদের শ্রম ও চিন্তাভাবনা জড়িয়ে আছে তাঁদের মধ্যে প্রকাশক জনাব সহিদুল হাসান মল্লিক, আমার দীর্ঘদিনের সহকর্মী শরিফুল গনি মোল্লা, প্রুফ রিডিং-এ সিরাজুল ইসলাম এবং এ কাজে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত সকলকে কৃতজ্ঞতা জানাই।