জান্নাতের সুসংবাদপ্রাপ্ত, রবের সন্তুষ্টিপ্রাপ্ত, রাসুল ﷺ-এর সুহবতধন্য কাফেলা হলেন মহান সাহাবা রাজিআল্লাহু আনহুম; যাঁরা ইসলামের সিঁড়ি এবং আমাদের ও ওহির মধ্যে সেতুবন্ধন। যারা তাঁদেরকে সমালোচনার লক্ষ্যবস্তু বানায়, তারা মূলত ইসলাম, কুরআন, রব ও রাসুলকেই লক্ষ্যবস্তু বানাতে চায়। সিঁড়ি ভেঙে দিলে ওপরে ওঠা যেমন দুষ্কর হয়ে যায়, সাহাবিদের অমর্যাদা করলেও তেমনি ইসলামের সিঁড়ি ভাঙার উপক্রম হয়। কারণ, তাঁরা সমালোচিত হওয়ার অর্থই হলো তাঁদের দ্বারা যা কিছু পৌঁছেছে, তা-ও সন্দেহযুক্ত হওয়া। আর তাঁদের মাধ্যম ছাড়া ইসলামের কোনোকিছুই যে আমাদের পর্যন্ত পৌঁছায়নি, তা তো বলাই বাহুল্য। সেই সাহাবিদের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব নিয়ে রচিত এই পুস্তিকা। এতে সাহাবিদের সম্পর্কে ইসলামের মৌলিক আকিদা তুলে ধরা হয়েছে। নিঃসন্দেহে তাঁদের শান ও মর্যাদা আরও বিস্তৃত আলোচনার দাবি রাখে। তবে পুস্তিকাটি যাতে সহজে সবার হাতে পৌঁছে যায় এবং আপামর মুসলিম জনতা তাঁদের ব্যাপারে জানতে পারেন, এ জন্য এর কলেবরকে বেশ সংক্ষিপ্ত রাখা হয়েছে। সাহাবাপ্রেমকে সর্বসাধারণের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ।