সমস্ত প্রশংসা মহান আল্লাহর যিনি আমাদেরকে সকল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং দুনিয়া ও আখিরাতের জীবনকে সুন্দরভাবে গড়ার জন্য দান করেছেন মহাগ্রন্থ আল-কুরআন। তাকে বিস্তারিতভাবে বুঝিয়ে প্রচার করার জন্য পাঠিয়েছেন নবীকুল শিরমণি, মানবমণ্ডলীর নেতা, সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্বনবী মুহাম্মাদ স.। আর তাঁর আদর্শের বাইরে কখনোই কোন আমল আল্লাহর নিকট গ্রহণ যোগ্য নয় বরং নিজের মতো আমল করলে বাতিল বলে গণ্য হবে। মহান আল্লাহ নিজেই ঘোসণা করেন- ‘তোমাদের সকলের জন্য রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ’। আর পূর্ণ কুরআনুল কারীমই ছিল তাঁর আদর্শ অর্থাৎ কুরআনুল কারীমের সকল আদেশ-নিষেধ, বিধি-বিধান ইত্যাদি তাঁর বাস্তব জীবনে প্রতিফলিত হয়েছিল। সুতরাং তাঁর ইবাদত, আচার-আচরণ, আদান-প্রদান প্রভৃতির পথ ও আদর্শ অনুসরণ ও অনুকরণ করতে তাঁর সীরাত সম্পর্কে জ্ঞানার্জনের বিকল্প নেই। তাই রাসূল স. এর জীবন আদর্শ অধ্যায়ন করা প্রত্যেক মুসলমানের অবশ্যই কর্তব্য। প্রাথমিক সীরাতের জ্ঞান পিপাসী পাঠকদের জন্য ‘নবী চরিত স.’ বইখানা খুবই উপকার সাধন করবে বলে আশাবাদী। কেননা উক্ত বইয়ে সংক্ষেপে রাসূল স. এর পূর্ণ জীবনী ফুটে ওঠেছে।