বিল্ডিং এ স্টোরিব্র্যান্ড অধিকাংশ কোম্পানি মার্কেটিংয়ের জন্য বিশাল অঙ্কের টাকা খরচ করে থাকে। এটা আমরা বুঝি যে, মার্কেটিংয়ের জন্য যখন এত এত টাকা খরচ করা হয়, আর এ থেকে যদি তেমন কোন সুফল পাওয়া না যায় তাহলে কতোটা হতাশা কাজ করে। আমরা যখন তথ্য গুলো পর্যালোচনা করে দেখি ভুলটা কোথায় ছিল তখন অবাক হয়ে যাই। অথচ আমাদের পণ্যের গুনগত মান অনেক ভালো ছিলো। তাহলে প্রশ্ন হলো, পণ্যে যদি সমস্যা না থাকে তাহলে সমস্যাটা কোথায়? এই বিষয়ে ডোনাল্ড মিলার "বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড" বইয়ে খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন। আপনি যদি একজন উদ্যোক্তা, ব্যবসায়ি বা মার্কেটিং ইন্ডাস্ট্রির একজন হয়ে থাকেন অথবা আপনি যদি আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যাল্যু এবং সেলস বাড়াতে চান, তাহলে এই বইটি আপনার জন্য আশির্বাদ স্বরূপ। যারাই সেলস, মার্কেটিং বা ব্র্যান্ডিং-এ আগ্রহী তাদের জন্য এই বইটি পড়া অতিব জরুরী। আমরা অনেকেই ভেবে থাকি বা মনে করি মার্কেটিং মানে হলো যার মাথায় চুল নেই তার কাছে চিরুনি বিক্রি করার কৌশল। তাছাড়া, অনেকেই মার্কেটিংকে মনে করেন শুধুমাত্র পণ্যের বিক্রি বা সেলস বাড়ানোর প্রক্রিয়া। বাস্তবিক অর্থে মার্কেটিং এক সীমাহীন প্রক্রিয়ার নাম, যার কোনো শেষ নেই। তাই এ বিষয়ে আমাদের প্রতিনিয়তই নিত্যনতুন গবেষণার মধ্য দিয়ে যেতে হয়। "বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড" বইটিতে এই বিষয়েই গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। তো চলুন শুরু করা যাক কপিরাইটিং সিক্রেটস কপিরাইটিংয়ে মানুষকে পুরোদমে দক্ষ করে তোলার জন্যই জিম এই বইটি লেখার সিদ্ধান্ত নিয়েছিলো। গত বছর জিম যখন বইটি লেখার জন্য মনঃস্থির করেছিল, আমাকে তখন বলেছিল, মানুষকে পারফেক্ট সেলস কপি লেখার বিষয়ে ধারণা দেয়ার জন্যই এই বই লিখতে চলেছে সে। এটা নিঃসন্দেহে কঠিন একটি কাজ ছিল। তবে আমি জানতাম, এই কঠিন কাজটি যদি কেউ করতে পারে, তাহলে সেই ব্যক্তিটি হচ্ছে জিম। এই বইটিতে জিম দারুণ সব টেকনিক আপনার জন্য লিপিবদ্ধ করেছে। বইটি পড়ার মাধ্যমে আপনি কপিরাইটিংয়ে আরও বেশি দক্ষ হয়ে উঠতে পারবেন, আরও বেশি কাস্টোমার পাবেন, টাকা আয় করতে পারেন। সর্বোপরি আপনি যদি এই বইটি থেকে প্রাপ্ত সকল কৌশল অবলম্বন করে কাজ করেন, তাহলে নিজের মতো করেই আপনি পুরো পৃথিবীকে বদলে দেবার সক্ষমতা অর্জন করতে পারবেন। পৃথিবীতে খুব কম মানুষই রয়েছে, যারা জিমের মতো করে নিজের পণ্য বিক্রি করার ক্ষেত্রে নানারকম কৌশলের প্রয়োগ করেছে। জিম নিজের পণ্য বিক্রির লক্ষ্যে নানারকম কৌশল আয়ত্ত করেছিলো। সুতরাং জিমের প্রশ্নাতীত অভিজ্ঞতা নিয়ে কারো কোন সন্দেহ তোলার সুযোগ নেই। আমি নিশ্চিত করেই বলতে পারি, জিমের "কপিরাইটিং সিক্রেটস" বইটি পড়ার পর আপনি বাকি জীবনে এসব এ্যাপ্লাই করে সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন।
ডোনাল্ড "ডন" মিলার একজন আমেরিকান লেখক, পাবলিক স্পিকার এবং ব্যবসার মালিক। তিনি স্টোরিব্র্যান্ড, একটি বিপণন সংস্থার সিইও। তার প্রথম নিউইয়র্ক টাইমস বেস্ট সেলিং বই ছিল ব্লু লাইক জ্যাজ এবং তার সর্বশেষ বইটির নাম হিরো অন এ মিশন।