নূরুল আওয়ার' কিতাবটি মূলত 'উসূলে ফিক্হ্ন' শাস্ত্রের প্রসিদ্ধ মতন 'আল-মানার'-এরই একটি অনুপম ও বিস্তারিত শরাহ্ গ্রন্থ। 'আল-মানার'-এর লেখকের নাম, আবুল বারাকাত আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমুদ। তবে তিনি হাফেযুদ্দীন নাসাফী নামেই সমধিক পরিচিত। 'নাসাফী' শব্দটি তুর্কিস্তান এলাকার 'নাসাফ' নামক স্থানের দিকে সম্বন্ধযুক্ত। আবুল বারাকাত নাসাফী (রহঃ) তাঁহার যুগের প্রখ্যাত ইমাম এবং অদ্বিতীয় আলেম ছিলেন। তিনি ফি ও উসূলে ফিক্হ শাস্ত্রে মুজতাহিদসুলভ শানের অধিকারী বলিয়া গণ্য হইতেন এবং হাদীস ও হাদীস বিষয়ক শাস্ত্রসমূহের অবিসম্বাদিত ইমাম হিসাবে খ্যাত ছিলেন। তাঁহার উস্তাদগণের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুস্ সাত্তার কুরদী (রহঃ), হামীদুদ্দীন আয-যরীর (রহঃ) এবং বদরুদ্দীন খাহির যাদাহ (রহঃ)-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। • 'আল-মানার'-এর বিস্ময়কর মতন বা ভাষ্য ছাড়াও বিভিন্ন বিষয়ে তাঁহার বহু প্রামাণ্য ও নির্ভরযোগ্য গ্রন্থ রহিয়াছে। তন্মধ্যে (১) মাদারিকুত-তানযীল ওয়া হাক্কাইকুত-তা'বীল উরফে তাফসীরে নাসাফী (২) কানযুদ-দাক্কায়িক (৩) ওয়াফী এবং উহার শরাহ্ (৪) কাফী (৫) উমদাহ-আকীদাতু আহলিস-সুন্নাতি ওয়াল জামাআহ প্রভৃতি সর্বাধিক প্রসিদ্ধ। তাঁহার রচনাসমূহের সমাদর ও গ্রহণযোগ্যতার অনুমান ইহা দ্বারা অতি সহজেই করা যাইতে পারে যে, সেইগুলির অধিকাংশই আজ শত শত বৎসর ধরিয়া আরব ও আজমের ইসলামী বিদ্যাপীঠসমূহের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রহিয়াছে। উসূলে ফিক্ শাস্ত্রের এই সংক্ষিপ্ত ও প্রামাণ্য মতন বা ভাষ্য 'আল-মানার' প্রকৃত প্রস্তাবে উসূলে ফখরুল ইস্লাম বাযদুভী (রহঃ) ও উসূলে শামসুল আয়িম্মা সারাঙ্গী (রহঃ)-এর সংক্ষিপ্তসার। তন্মধ্যে উসূলে বাযদুভীর বিন্যাস ও বর্ণনা পদ্ধতিরই অধিকতর পাবন্দী করা হইয়াছে। স্বয়ং গ্রন্থকার (রহঃ) তাঁহার এই সংক্ষিপ্ত মতনের একটি অতিবিস্তারিত শরাহ্ গ্রন্থ লিখিয়াছিলেন এবং উহার নামকরণ করিয়াছিলেনঃ "কাশফুল আস্ত্রার ফী শারহিল মানার" যাহা বিপুল তত্ত্ব ও তথ্যসমৃদ্ধ একটি কিতাব বলিয়া সর্বমহলের প্রশংসা কুড়াইয়াছে। আর তাহা হইবে না-ইবা কেন? প্রবাদই তো রহিয়াছে যে صاحب البيت ادرى بما فيه অর্থাৎ "গৃহে কি আছে তাহা গৃহের মালিকই সর্বাপেক্ষা বেশি জানেন।"