জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিজ্ঞপ্তি ও নির্দেশ অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ২০১২-এর শিক্ষাক্রম ছক পুষ্পানুপুঙ্গ অনুসরণে ২০১৩ সালের জুন মাসে আমার লিখিত এ বইটি একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক হিসেবে অনুমোদিত হয়। বইটি প্রকাশের পর দম্মানিত শিক্ষক ও স্নেহের শিক্ষার্থীরা প্রশংসা ও অভিনন্দনের পাশাপাশি পরামর্শ ও গঠনমূলক সমালোচনা করেছেন। এসব পরামর্শ ও সমালোচনার আলোকে বইটিতে বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি সংশোধন ও প্রয়োজনীয় তথ্যাবলি সংযোজন করে বইটি প্রকাশিত হলো। সর্বোপরি পরিবর্তিত সৃজনশীল পদ্ধতির আলোকে বিষয়বস্তুর উপস্থাপনা ও প্রাসঙ্গিক তথ্যাবলি এ বইটিতে সন্নিবেশ করা হলো। স্নেহের শিক্ষার্থীদের পঠন, অনুশীলন ও প্রস্তুতি গ্রহণের সুবিধার্থে নতুন সংস্করণের এ বইটি গতানুগতিকতা পরিহার করে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে পরিচ্ছেদ ও বিষয়বস্তুর ধারাবাহিকতায় উপস্থাপন করা হলো। আমার দেশের নতুন প্রজন্মকে বিজ্ঞানমনষ্ক, অনুসন্ধিৎস্র, সর্বোপরি মেধাবিকাশে কার্যকর অবদান রাখার ক্ষেত্রে বইটিতে বিষয়বস্তুর শেষে 'চিন্তা করে উত্তর দাও' এবং বিশ্লেষণীয় তথ্যনির্ভর 'মনে রাখা প্রয়োজন' (বক্স আকারে) দেওয়া হয়েছে। 'নিজে কর ও দলগতভাবে কর' প্রেক্ষাপটে বিষয়বস্তুর ওপর অনুশীলনমূলক কাজ দেওয়া হয়েছে। আমার বিশ্বাস, এগুলো শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে সুদৃঢ় ভিত্তি প্রদান করবে ও মানসিক বিকাশে সহায়ক হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে অনুসন্ধানমূলক প্রতিবেদন দেওয়া হয়েছে। আশা রাখি, শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করবেন এবং প্রতিটি প্রতিবেদন জমা নিয়ে যথাযথভাবে মূল্যায়ন করবেন। এসব কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু দৃষ্টি আরও বিকশিত হবে। শিক্ষা সফর, ন্যাচার স্ট্যায়ি, কর্মশালা এবং সর্বোপরি সেমিনারের আয়োজনের কথা বইটিতে উল্লেখ করা হয়েছে। এসব সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের চিন্তাশক্তির প্রসার ও আনের উন্মেষ ঘটবে। এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। রসায়ন প্রথম পত্র বিষয়ে শিক্ষার্থীদের চাহিদা এবং মনোজগতীয় অবস্থাকে বিশেষ বিবেচনায় রেখে পুরো বইটি রঙিন কলেবরে প্রকাশ করা হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিন্ন ধারার বর্ণিল উপস্থাপনা শিক্ষার্থীদের পাঠে মনোযোগ বৃদ্ধি করবে এবং অনুশীলনকে আনন্দময় করে তুলবে। বইটি প্রণয়নে এবং বিষয়বস্তু পরিমার্জন, সংশোধন ও তথ্য সংযোজনে দেশি-বিদেশি অসংখ্য বই, পত্র-পত্রিকা, ইন্টারনেটের সাহায্য নেওয়া হয়েছে। এগুলোর প্রণেতা ও প্রকাশকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
Title
রসায়ন ১ম পত্র(একাদশ-দ্বাদশ শ্রেণি)(সাদা) - পরীক্ষা ২০২৬