পারিবারিক, সামাজিক ও গোত্রীয় জাহিলিয়্যাহর মূলোৎপাটনের মাধ্যমে ইসলামের বিজয় রচিত হয়েছে। সেই জাহিলিয়্যাহ আবার ছেয়ে যাওয়ার ফলে ইসলামের পরাজয় ঘটে চলেছে। জাহিলিয়্যাহ ও ইসলাম কখনো এক পরিবেশে বেড়ে উঠতে পারে না। জাহিলিয়্যাহ এমন এক আবর্জনা, যা অপসারণ না করলে ইসলামের স্বচ্ছ ঝর্ণা থেকে পরিচ্ছন্ন জল আমরা পান করতে পারব না। আমাদের সমাজের প্রতিটি গলিতে আজ জাহিলিয়্যাহর আবর্জনা ছড়িয়ে আছে। আমরা অজু করে স্বচ্ছ একটি অন্তর নিয়ে মসজিদে নামাজ পড়তে যাই। কিন্তু ফেরার সময় জাহিলিয়্যাহর আবর্জনার পাশ দিয়ে আমাদের অতিক্রম করতে হয়। ফলে সেই স্বচ্ছ অন্তরটি আর স্বচ্ছ থাকে না। জাহিলিয়্যাহর কদর্যতা অন্তরটাকে কলুষিত করে ছাড়ে। আমাদের অনেকের ধারণা, জাহিলিয়্যাহ হলো ইসলামপূর্ব সমাজের পরিবেশ ও প্রথা। ইসলামের আবির্ভাবের পর এই জাহিলিয়্যাহর মূলোচ্ছেদ হয়ে গেছে। কিন্তু এটি ভুল ধারণা। ইসলামের সাথে সংঘাতপূর্ণ যে কোন নীতি ও রীতি-ই জাহিলিয়্যাহ। তা যে কোন কালে হোক, যে কোন সমাজে হোক, যে কে অঞ্চলে হোক। নুসুসের আলোকে জাহিলিয়্যাহ সম্পর্কে ধারণা লাভ করতে চিন্তাপত্র প্রকাশনের এবারের পরিবেশনা শাইখ মুফতী হারুন ইজহার হাফি. কর্তৃক সংকলিত জাহিলিয়্যা আপনাকে স্বচ্ছ ও সরল একটি পথ দেখাবে...