আধুনিক যুগে ব্যাংকিং-ব্যবস্থা মানব জীবনের একটি অপরিহার্য অনুষঙ্গ হিসেবে দেখা দিয়েছে। যতই আমরা না বলি না কেন, বিদ্যমান ব্যবস্থাকে এড়ানোর কোনো উপায় আমাদের সামনে নেই। মানুষের দৈনন্দিন অর্থনৈতিক জীবন পরিচালনার জন্য ব্যাংকিং ব্যবস্থার শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই। এই কম্প্রোমাইজিং সিচুয়েশনকে সামনে রেখে, সুদের মত ভয়ংকর পাপের ছোঁয়া যাতে এ ব্যবস্থাকে কলুষিত না করতে পারে, সেই বিষয়কে অত্যন্ত সতর্কতার সাথে বিভিন্নভাবে এই বইয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাছাড়া, ইসলাম কালোত্তীর্ণ এক জীবন-ব্যবস্থার নাম। মানব জীবনের এমন কোন দিক নেই, যেখানে ইসলামের পদচারণা নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে ইসলামের বাস্তবসম্মত দিকনির্দেশনা। সুতরাং, ব্যাংকিং ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকলেই যেন এ দায়িত্ব পালন করতে গিয়ে ইসলামি শরিয়তের কক্ষপথ থেকে যাতে দূরে নিক্ষিপ্ত না হন, তার একটি নির্দেশনাই হচ্ছে, এ বইয়ের মূল প্রতিপাদ্য বিষয়। 'ইসলামি' নাম দিলেই ব্যাংক ইসলামি ব্যাংক হয় না। প্রতিটি পদক্ষেপে ইসলামি শরিয়ার বাস্তবায়নই একটি ব্যাংক ইসলামি ব্যংকে পরিণত করতে পারে। শরিয়া পরিপালন না হলে নাম যাই হোক না কেন, সে ব্যাংক আর সুদি ব্যাংকের মধ্যে কোন পার্থক্য থাকে না। আধুনিক ব্যাংকিং বিশ্বে উদ্ভূত পরিস্থিতির আলোকে বিভিন্ন ক্রয়-বিক্রয় ও লেনদেনে যে সব সমস্যার সম্ভাব্য সমাধান ছাড়া ইসলামি ব্যাংকিং প্রকৃত ইসলামি ব্যাংক হয় না, এখানে শার'ঈ দৃষ্টিকোণ থেকে সে গুলোর যৌক্তিক সমাধানও উল্লেখ করা হয়েছে। মোট কথা ব্যাংকিং ব্যবস্থাপনায় ইসলামি শরিয়া পরিপূর্ণভাবে পরিপালনে এ বই অনবদ্য ভূমিকা পালন করবে বলে একান্তভাবে নিশ্চয়তা দেওয়া যায়। কারণ, এই বই যিনি রচনা করেছেন তিনি এবিষয়ে একযুগেরও বেশি অভিজ্ঞ।