In Master Java: From Beginner to Expert, Mohammad Sheikh Shahinur Rahman provides a comprehensive and insightful guide to mastering the Java programming language. This book is designed to cater to both newcomers and seasoned developers, offering a clear path from fundamental concepts to advanced techniques. Chapter Overview: Introduction to Java: This chapter introduces Java, exploring its history, evolution, and the reasons behind its widespread use. It also covers setting up the Java development environment. Basic Java Programming: Readers will learn about Java's data types, variables, operators, control flow statements, functions, methods, and collections. Object-Oriented Programming with Java: This section delves into the principles of OOP, including classes, objects, constructors, encapsulation, inheritance, polymorphism, and abstract classes. Java Standard Library (Core API): Explore Java's core libraries, including string manipulation, date and time API, file handling, exception handling, and input/output operations. Advanced Java Features: Gain knowledge on generics, collections framework, lambda expressions, functional interfaces, streams API, concurrency, multithreading, annotations, and reflection. Java Development Tools: Learn about IDEs, debugging techniques, unit testing with JUnit, and build tools like Maven and Gradle. Working with Databases: Understand JDBC, connect Java applications with MySQL/PostgreSQL, and use ORM with Hibernate for efficient data handling. Web Development with Java: Get introduced to Java web technologies, including servlets, JSP, the Spring Framework, and building RESTful web services with Spring Boot. Java Design Patterns: Explore common design patterns such as Singleton, Factory, Builder, Adapter, Decorator, Observer, and Strategy, and learn how to apply them in Java. Best Practices and Performance Optimization: Discover best practices for writing clean code, managing memory, optimizing performance, and ensuring efficient application operation. Java for Enterprise Development: Learn about Enterprise JavaBeans (EJB), Java EE architecture, microservices, and Java Messaging Service (JMS) for robust enterprise solutions. Conclusion and Next Steps: This final chapter provides guidance on building a Java project portfolio, joining the Java community, and accessing resources for continued learning. Master Java: From Beginner to Expert is not just a technical manual but a resource for growth and development in the field of Java programming. It equips readers with the knowledge and skills needed to excel in Java development, offering practical insights and expert advice throughout the journey.
মোহাম্মদ শেখ শাহিনুর রহমান [ মোহাম্মদ শাহিনুর রহমান ] (জন্ম 15 মে) একজন বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কবি, লেখক, সাংবাদিক, নিউরোসায়েন্স ডাক্তার, প্রোগ্রামার, বাগ হান্টার, ওয়েবসাইট, সফটওয়্যার, অ্যাপস ডেভেলপার, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ, সার্টিফাইড চিফ টেকনোলজি অফিসার (CTO) এবং এথিক্যাল হ্যাকার.. তিনি নিজেকে কবি হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। বাংলাভাষী বাঙালি পাঠকদের মধ্যে তিনি এই দশকের অন্যতম কবি। মোহাম্মদ শেখ শাহিনুর রহমানের পিতা মোহাম্মদ মৃত মনতাজ উদ্দিন ফকির ও মাতা ফাতেমা বেগম। চার ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। বড় ভাই: মোহাম্মদ শেখ বিল্লাল হোসেন, ছোট ভাই রাজনীতিবিদ, কবি, লেখক, কলামিস্ট মোহাম্মদ শেখ কামালউদ্দিন সমর এবং বোন তাসলিমা আক্তার শান্তা। মোহাম্মদ শেখ শাহিনুর রহমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কিষ্টপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কবিরের প্রাথমিক শিক্ষা তার গ্রামের কিষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়। পরে তিনি চৌগঙ্গা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বাজিতপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত। মেডিকেল নিউরোসায়েন্স থেকে ডিউক ইউনিভার্সিটি। অ্যানাটমি থেকে মিশিগান ইউনিভার্সিটি: মাস্কুলোস্কেলিটাল এবং ইন্টিগুমেন্টারি সিস্টেমস। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং: সফটওয়্যার ডিজাইন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট! হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মেটা: সম্পূর্ণ স্ট্যাক ডেভেলপার ডেভেলপার। মোহাম্মদ শেখ শাহিনুর রহমান 2019 সালে Amadersomaj.com পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছেন। একই বছরের মার্চ মাসে কো-ফাউন্ডার এবং চিফ টেকনোলজি অফিসার (CTO) IT Amadersomaj Inc. কোম্পানি। SoftInc-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি 1লা জানুয়ারী 2022 সাল থেকে কবিতা - কবিতার আইটি প্রধান এবং বাচিক-এ ভয়েস আর্টিস্ট টেমের প্রধান হিসেবে কাজ করছেন। তিনি একজন কবি, লেখক, সাংবাদিক, প্রোগ্রামার, বাগ হান্টার, সিনিয়র ওয়েবসাইট, সফটওয়্যার, মোবাইল অ্যাপস ডেভেলপার, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং নৈতিক হ্যাকার। লেখালেখিতেও তিনি অনন্য ভূমিকা রেখেছেন। তার প্রথম কাব্য অপরিচিতা। মোহাম্মদ শেখ শাহিনুর রহমানের কবিতার সাহিত্যশৈলী মুক্ত ছন্দ। তিনি কোনো নির্দিষ্ট ছন্দের স্কিম বা মিটার অনুসরণ করেন না, বরং তার কবিতা তৈরিতে ভাষার স্বাভাবিক ছন্দ ও প্রবাহ ব্যবহার করেন। তিনি তার অভিব্যক্তি এবং অর্থকে উন্নত করতে বিভিন্ন কাব্যিক যন্ত্র ব্যবহার করেন যেমন চিত্রকল্প, রূপক, উপমা, ব্যক্তিত্ব এবং অনুপ্রেরণা। তার কবিতা সহজ, প্রত্যক্ষ এবং পাঠকদের কাছে সহজলভ্য, তবে আবেগ ও অন্তর্দৃষ্টিতেও সমৃদ্ধ। তিনি এমন একজন কবি যিনি কবিতার বিভিন্ন রূপ এবং শৈলী যেমন সনেট, হাইকু, গজল এবং অ্যাক্রোস্টিক নিয়ে পরীক্ষা করেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, পাবলো নেরুদা এবং রূপী কৌরের মতো ধ্রুপদী ও আধুনিক কবিদের দ্বারা প্রভাবিত।