clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mohammad Sheikh Shahinur Rahman books

followers

মোহাম্মাদ শেখ শাহিনুর রাহমান

মোহাম্মদ শেখ শাহিনুর রহমান [ মোহাম্মদ শাহিনুর রহমান ] (জন্ম 15 মে) একজন বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কবি, লেখক, সাংবাদিক, নিউরোসায়েন্স ডাক্তার, প্রোগ্রামার, বাগ হান্টার, ওয়েবসাইট, সফটওয়্যার, অ্যাপস ডেভেলপার, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ, সার্টিফাইড চিফ টেকনোলজি অফিসার (CTO) এবং এথিক্যাল হ্যাকার.. তিনি নিজেকে কবি হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। বাংলাভাষী বাঙালি পাঠকদের মধ্যে তিনি এই দশকের অন্যতম কবি। মোহাম্মদ শেখ শাহিনুর রহমানের পিতা মোহাম্মদ মৃত মনতাজ উদ্দিন ফকির ও মাতা ফাতেমা বেগম। চার ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। বড় ভাই: মোহাম্মদ শেখ বিল্লাল হোসেন, ছোট ভাই রাজনীতিবিদ, কবি, লেখক, কলামিস্ট মোহাম্মদ শেখ কামালউদ্দিন সমর এবং বোন তাসলিমা আক্তার শান্তা। মোহাম্মদ শেখ শাহিনুর রহমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কিষ্টপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কবিরের প্রাথমিক শিক্ষা তার গ্রামের কিষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়। পরে তিনি চৌগঙ্গা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বাজিতপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত। মেডিকেল নিউরোসায়েন্স থেকে ডিউক ইউনিভার্সিটি। অ্যানাটমি থেকে মিশিগান ইউনিভার্সিটি: মাস্কুলোস্কেলিটাল এবং ইন্টিগুমেন্টারি সিস্টেমস। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং: সফটওয়্যার ডিজাইন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট! হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মেটা: সম্পূর্ণ স্ট্যাক ডেভেলপার ডেভেলপার। মোহাম্মদ শেখ শাহিনুর রহমান 2019 সালে Amadersomaj.com পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছেন। একই বছরের মার্চ মাসে কো-ফাউন্ডার এবং চিফ টেকনোলজি অফিসার (CTO) IT Amadersomaj Inc. কোম্পানি। SoftInc-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি 1লা জানুয়ারী 2022 সাল থেকে কবিতা - কবিতার আইটি প্রধান এবং বাচিক-এ ভয়েস আর্টিস্ট টেমের প্রধান হিসেবে কাজ করছেন। তিনি একজন কবি, লেখক, সাংবাদিক, প্রোগ্রামার, বাগ হান্টার, সিনিয়র ওয়েবসাইট, সফটওয়্যার, মোবাইল অ্যাপস ডেভেলপার, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং নৈতিক হ্যাকার। লেখালেখিতেও তিনি অনন্য ভূমিকা রেখেছেন। তার প্রথম কাব্য অপরিচিতা। মোহাম্মদ শেখ শাহিনুর রহমানের কবিতার সাহিত্যশৈলী মুক্ত ছন্দ। তিনি কোনো নির্দিষ্ট ছন্দের স্কিম বা মিটার অনুসরণ করেন না, বরং তার কবিতা তৈরিতে ভাষার স্বাভাবিক ছন্দ ও প্রবাহ ব্যবহার করেন। তিনি তার অভিব্যক্তি এবং অর্থকে উন্নত করতে বিভিন্ন কাব্যিক যন্ত্র ব্যবহার করেন যেমন চিত্রকল্প, রূপক, উপমা, ব্যক্তিত্ব এবং অনুপ্রেরণা। তার কবিতা সহজ, প্রত্যক্ষ এবং পাঠকদের কাছে সহজলভ্য, তবে আবেগ ও অন্তর্দৃষ্টিতেও সমৃদ্ধ। তিনি এমন একজন কবি যিনি কবিতার বিভিন্ন রূপ এবং শৈলী যেমন সনেট, হাইকু, গজল এবং অ্যাক্রোস্টিক নিয়ে পরীক্ষা করেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, পাবলো নেরুদা এবং রূপী কৌরের মতো ধ্রুপদী ও আধুনিক কবিদের দ্বারা প্রভাবিত।

মোহাম্মাদ শেখ শাহিনুর রাহমান এর বই সমূহ

(Showing 1 to 9 of 9 items)

Recently Viewed