প্রকাশকের কথা 'ইসলাম' সর্বজনীন মানবকল্যাণের ধর্ম। এর সবকিছুই জ্ঞানের আলোয় উদ্ভাসিত ও যৌক্তিক। ইসলামে গোঁড়ামি, চরমপন্থা, চোখরাঙানি, জবরদস্তি, কঠোরতা, সন্ত্রাস ইত্যাদির কোনো স্থান নেই। এই বৈশিষ্ট্যগুলো সবই ইসলামের স্বভাববিরুদ্ধ, বিপরীতমুখী ও সঙ্গতিবিহীন; বরং নানাদিক থেকে তা ইসলামের প্রচার-প্রসারের ক্ষেত্রে চরম অন্তরায়। সেখানে সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি, নিয়মতান্ত্রিকতা, নৈতিকতা বিদ্যমান। সেখানে কোনো প্রকারের চরমপন্থা, উগ্রতা ও শৈথিল্য যে অনভিপ্রেত, সেটাই স্বতঃসিদ্ধ। অথচ একশ্রেণির লোক জেনে বা না জেনে ইসলামের নামে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। অন্যদিকে তাদের এ অপতৎপরতাকে সামনে রেখে ইসলামবিরোধী শক্তি পবিত্র ইসলামের বিরুদ্ধে নানারকম বিদ্বেষ ছড়াচ্ছে। উক্ত প্রেক্ষাপটকে সামনে রেখে বাংলাদেশের ইসলামী ব্যাংকসমূহের কেন্দ্রীয় শরীয়াহ বোর্ডের সাবেক সেক্রেটারি জেনারেল এবং এনআরবি গ্রুপের জনসংযোগ, বিক্রয় ও বিপণন পরিচালক মো: মুখলেছুর রহমান বক্ষ্যমান গ্রন্থে সমসাময়িক পূর্বোক্ত বিষয়ে ইসলামের প্রকৃত অবস্থান এবং বিভিন্ন দিক সম্পর্কে দলিল-প্রমাণসহ তুলে ধরার প্রয়াস পেয়েছেন। পাঞ্জেরী ইসলামিক পাবলিকেশন্স 'সন্ত্রাস নয়, শান্তি ও মহানুভবতার ধর্ম ইসলাম' শিরোনামের গ্রন্থটি প্রকাশ করলো। আশা করি বইটি পাঠ করে পাঠকবৃন্দ ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা থেকে মুক্তি পাবেন এবং একজন মুসলিম হিসেবে নিজের দায়িত্ব-কর্তব্যের ব্যাপারে সচেতন হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল অন্যায় ও অকল্যাণ থেকে বেঁচে থাকার তাওফীক দান করুন। আমীন!