লিওনেল মেসিকে অনেকেই বলে থাকেন ভিনগ্রহের ফুটবলার, অনেকে তাকে বলেন ফুটবলের বিস্ময় বালক! কেউবা তাকে উপাধি দিয়েছেন রেকর্ডের বরপুত্র হিসেবে। ফুটবল বিশ্ব মেসিকে চেনে ফুটবলের জাদুকর হিসেবে, আবার অনেকের কাছেই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। উপাধি যা-ই হোক না কেন, একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, গত ১৬-১৭ বছরে ফুটবল বিশ্বকে নেশায় বুঁদ করে রেখেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। কঠোর পরিশ্রম, মেধা, ঈর্ষণীয় ব্যক্তিত্ব আর ফুটবলশৈলী দিয়ে সারা বিশ্বের কোটি কোটি ভক্ত-সমর্থকের মনে দারুণভাবে জায়গা করে নিয়েছেন এই খুদে জাদুকর। লিওনেল আন্দ্রেস ‘লিও’ মেসি বা লিওনেল মেসি, সারা বিশ্বের মেসি-ভক্তরা যাকে মেসি নামেই চিনে থাকে। তিনি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড়, বর্তমানে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের হয়ে আক্রমণভাগে খেলে থাকেন। বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবল ভক্তদের পাশাপাশি লিওনেল মেসি সেই সব ফুটবলারদেরও রোল-মডেল, যারা ফুটবলকে তাদের জীবনের ও সাফল্যের অংশ হিসেবে বেছে নিয়েছে এবং বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে দিনরাত পরিশ্রম করে ১৯৮৭ সালের ২৪ জুন মধ্যরাতের কথা। আর্জেন্টিনার রোজারিও শহরের সান্তা ফে অঙ্গরাজ্যে তখন সুনসান নীরবতা নেমে এসেছে। সবাই গভীর ঘুমে আ”ছন্ন। কেবল ইটালিয়ানো হাসপাতালের দশ নম্বর রুমে জেগে আছে ইস্পাত কারখানার শ্রমিক জর্জ ওরাসিও মেসি এবং তার স্ত্রী, খণ্ডকালীন পরি”ছন্নতাকর্মী সেলিয়া মারিয়া কু এবং কয়েকজন ডাক্তার ও নার্স। কিছুক্ষণ পরেই সেই রুমে আকাশ থেকে খসে পড়ল একটি তারকা। ভাবছেন এ আবার কী গাঁজাখুরি গল্প! তবে জেনে নিন সেই তারকার নাম হয়েছে: লিওনেল মেসি! মেসির পৈত...ক পরিবারের আদি নিবাস ছিল ইতালির আকোনা শহরে। কোনো এক এঞ্জেলো মেসি নামের পূর্বপুরুষ আর্জেন্টিনায় চলে আসলে তারা আর্জেন্টিনার রোজারিও শহরে ¯’ বসবাস করতে শুরু করে।