বইটির বৈশিষ্ট্য বিষয়ের মূল লক্ষ্য: ১. একুশ শতকের চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সক্ষম দক্ষতার সনদধারী জনবল তৈরি করা ২. অর্জিত জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্র তৈরি করা বিষয়ের উদ্দেশ্য: ১. প্রেক্ষাপট ও কর্মক্ষেত্র বিবেচনায় ডিজিটাল টেকনোলজির যন্ত্রপাতি ব্যবহারে সক্ষম করা ২. ডিজিটাল প্রযুক্তির যথাযথ, নিরাপদ, নৈতিক, সৃজনশীল ও দায়িত্বশীল ব্যবহারে সক্ষম করা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করা ৩. দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রের সমস্যা সমাধানে তথ্য যোগাযোগ প্রযুক্তির উদ্ভাবনী ও সৃজনশীল ব্যবহারে সক্ষম করা ৪. ব্যবসায়, শিল্প কারখানা ও অফিস আদালতে একুশ শতকের দক্ষতা ভিত্তিক অ্যাপসসমূহ ব্যবহারে সক্ষম করা ৫. ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে স্বাস্থ্যবিধি অনুসরণে সক্ষম করা ৬. ডিজিটাল প্রযুক্তির সাইবার নিরাপত্তা বজায় রাখতে সক্ষম করা ও কপিরাইট আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা ৭. শিষ্টাচার অনুসরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সক্ষম হওয়া ৮. দেশীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে ডিজিটাল প্রযুক্তির প্রভাব ও তথ্যের নির্ভুলতা বিশ্লেষণে সক্ষম করা ৯. ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় গ্রাফিক্স ডিজাইন করতে পারা ১০. ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সাধারণ ওয়েব পোর্টাল তৈরি করতে পারা ১১. প্রতিষ্ঠানের ওয়েব মাস্টারিং করতে পারা পাঠ্যসূচি মডিউল ১: কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা (পিরিয়ড ২৪) মডিউল ২: কম্পিউটার অ্যাসেম্বলিং ও সংস্থাপন (পিরিয়ড ৩৬) মডিউল ৩: কম্পিউটারে লিনাক্স বেইজড সফটওয়্যার ইন্সটলেশন (পিরিয়ড ৩৬) মডিউল ৪: মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ (পিরিয়ড ২৪) মডিউল ৫: ফটোকপিয়ারের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ (পিরিয়ড ৩৬) মডিউল ৬: ডিজিটাল কমিউনিকেশন ও ইন্টারনেট পরিষেবা (পিরিয়ড ৬০)