বদরুদ্দীন উমর ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। চাকরি ছেড়ে তিনি এলেন সার্বক্ষণিক রাজনীতির পিচ্ছিল পথে। যোগ দিলেন পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টিতে (মার্কসবাদী-লেনিনবাদী)। সেখানে বনিবনা হলো না। এরপরও তিনি কমিউনিস্ট রাজনীতি করেছেন। গণতান্ত্রিক অধিকারের দাবিতে নানান সংগঠন ও আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছেন অনেকগুলো বছর। একই সঙ্গে সভা-সেমিনারে বক্তব্য দিচ্ছেন। লেখালেখি করেছেন দুহাতে। ক্লান্তি তাঁকে স্পর্শ করেনি। বদরুদ্দীন উমর কি কেবল একজন শিক্ষক, লেখক, নাকি রাজনীতিবিদ? একসময় ইউরোপে একটা কথা চালু হয়েছিল—অর্গানিক ইন্টেলেকচুয়াল। এর সরল ব্যাখ্যা হলো—একজন একাডেমিশিয়ান একই সঙ্গে হতে পারেন অ্যাকটিভিস্ট। পণ্ডিতেরা তত্ত্ব দেবেন আর পলিটিশিয়ানরা মাঠে তা প্রয়োগ করবেন, এই সনাতন রীতি এখন অচল। তত্ত্ব ও প্রয়োগের মিথস্ক্রিয়ায় যে অর্গানিক সম্পর্ক তৈরি হয়, তার প্রতিফলন ঘটে দৃষ্টিভঙ্গিতে ও কাজে। বদরুদ্দীন উমরের মধ্যে একজন অর্গানিক ইন্টেলেকচুয়ালকে খুঁজে পাওয়া যায়। এ বইটি লেখা হয়েছে বদরুদ্দীন উমরের একটি দীর্ঘ সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে। এখানে উঠে এসেছে তাঁর জীবনের অভিজ্ঞতার কথা। একই সঙ্গে তিনি দিয়েছেন বাম রাজনীতির একটি সুরতহাল রিপোর্ট। ব্যাক কভার মহিউদ্দিন আহমদ সম্প্রতি রাজনীতিক-লেখক-গবেষক বদরুদ্দীন উমরের একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন। এই সাক্ষাৎকারে জানা যায় তাঁর জীবনের বিচিত্র অভিজ্ঞতার কথা। একই সঙ্গে উঠে এসেছে এ দেশের বাম রাজনীতির একটি সুরতহাল রিপোর্ট।
Title
বামপন্থার সুরতহাল: বদরুদ্দীন উমরের ইতিহাস পরিক্রমা
সাম্প্রতিক সময়ে প্রকাশিত মহিউদ্দিন আহমদের বই ‘এক-এগারো’ও তার পূর্বে প্রকাশিত বইগুলোর মতো পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে, দিয়েছে জানা-অজানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য। রাজনীতি ও রাজনৈতিক দল ও এর সাথে জড়িত ব্যক্তিবর্গের সম্বন্ধে জানতে, বুঝতে এবং অনুসন্ধানী তথ্য পেতে তার বইয়ের তুলনা হয় না। মহিউদ্দিন আহমদ এর বই সমূহ হলো বিষয়ভিত্তিক গবেষণাগ্রন্থ, যেগুলোতে লেখক নিজের বিশ্লেষণী জ্ঞান কাজে লাগিয়ে কোনো একটি বিষয়ের গভীরে গিয়ে অনুসন্ধান করেছেন, তার সাথে জড়িতদের থেকে তথ্য নিয়েছেন, মিডিয়া গবেষণা করেছেন এবং বিস্তর তথ্যা ঘেটে সবচেয়ে প্রামাণ্য তথ্যটুকুই দেয়ার চেষ্টা করেছেন। ‘বাঙালির জাপান আবিষ্কার’, ‘ইতিহাসের যাত্রী’, ‘রাজনীতির অমীমাংসিত গদ্য’, ‘জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি’, ‘বিএনপি: সময়-অসময়’, ‘আওয়ামীলীগের উত্থানপর্ব: ১৯৪৮-১৯৭০’, ‘আওয়ামীলীগ: যুদ্ধদিনের কথা’, ‘এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল’, ‘আলোকিত মানুষ’, ‘এ্যালান পো’র শ্রেষ্ঠ গল্প’, ‘বোমা বন্দুকের চোরাবাজার’, ‘Seoul Diary’, ‘Elegy and Dream’- এর মতো পাঠকপ্রিয় বই নিয়ে মহিউদ্দিন আহমদ এর বই সমগ্র। মহিউদ্দিন আহমদ ১৯৫২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। শিক্ষাজীবনে জড়িত ছিলেন ছাত্র রাজনীতির সাথেও। ১৯৭০ সালের ডাকসু নির্বাচনে মুহসীন হল থেকে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরের বছর মুক্তিযুদ্ধে তিনি ‘বেঙ্গল লিবারেশন ফ্রন্ট’ এর হয়ে যুদ্ধে অংশ নেন। পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার সুংকোংহে বিশ্ববিদ্যালয়ে এনজিও স্টাডিজ নামক একটি বিভাগের পরিচালক হিসেবে কাজ করেন। কর্মজীবনে তিনি দৈনিক গণকণ্ঠে কাজ করেছেন। বর্তমানে নিয়মিত কলাম লিখছেন প্রথম আলো পত্রিকায়। তার লেখা অধিকাংশ বই-ই প্রকাশিত হয়েছে প্রথমা প্রকাশন থেকে।