ছোটবেলা থেকেই আমরা বনী ইসরাইলের গল্প শুনে আসছি দাদি-নানির মুখে। এগুলোর কিছু ছিলো মিথ আর কিছু ছিলো বাস্তব সত্য। . তবে সময় এখন বেশ বদলেছে। আমাদের শিশু-কিশোরদের জন্য রচিত হচ্ছে এমন সব অসামান্য গল্পগ্রন্থ, যা তাদের জীবনকে ছোটবেলাতেই অনেক রাঙিয়ে দিয়ে যায়। . ‘দিন বদলের দিন’ বইটি এমনই এক শিক্ষণীয় কিশোর গল্পগ্রন্থ—যেখানে নবীদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন জি হা দের গল্পকে শিশুতোষ ভাষায় সাজানো হয়েছে। . যে গল্পগুলোতে ঐতিহাসিক সত্যের পাশাপাশি আছে ছোটদের হৃদয়কে নাড়া দেওয়ার মতোও অসংখ্য উপাদান। . মোট ১১টি গল্পের এ বইটিতে গল্পে গল্পে উঠে এসেছে মুসা আলাইহিস সালাম, ফেরাউন, বনী ইসরাইল, হজরত ইউশা এবং হজরত দাউদ আলাইহিস সালামসহ আরও কয়েকজন নবীর জীবনের ঐতিহাসিক জি হা দের গল্প। . এই গল্পগুলো আমাদের ইসলামি ইতিহাসের অংশ তো বটেই, আমাদের শিশু-কিশোরদের হৃদয়েও ধর্মীয় চেতনা ও নৈতিক মূল্যবোধকে জাগ্রত করার অন্যতম অনুপ্রেরণা! . কিশোর সাহিত্যিক আম্মার আবদুল্লাহ রচিত ‘দিন বদলের দিন’ গ্রন্থটি অইসব শিশু ও কিশোরদের জন্যই রচিত, যারা জানতে ও পড়তে চায় আল্লাহর সাহায্যে নবীদের জি হা দ ও বিজয়ের গল্প। . আজকে যে কিশোর স্বপ্ন দেখে ভবিষ্যতে উম্মাহর জন্য কিছু করার, তার জন্য এই গল্পগ্রন্থ এক আলোকমশাল। যে অভিবাবক স্বপ্ন দেখেন, তার সন্তানকে বানাতে চান উম্মাহর রাহবার, তার জন্যও এই গ্রন্থ দীর্ঘ পথের এক অমূল্য পাথেয়।