কিছু কথা বিসমিল্লাহির রাহমানির রাহিম الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعُلَمِينَ وَالصَّلوةُ وَالسَّلَامُ على سَيِّدِ الْمُرْسَلِينَ وَآلِهِ الطَّيِّبِينَ الظَّاهِرِينَ وَخُلَفَائِهِ الرَّاشِدِيْنَ الْمَهْدِيِّينَ. সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজাহানের পালনকর্তা। দরূদ ও সালাম সকল নবীদের সরদারের প্রতি, তাঁর পূত-পবিত্র পরিজন এবং হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদীনের প্রতিও। তারিখে মিল্লাতের দ্বিতীয়টা হলো, 'খেলাফতে রাশেদা' পাঠকের দরবারে। খেলাফতে রাশেদার যুগ ইসলামের ইতিহাসের ললাটের দীপ্তি। জাতির যে নবীনেরা জীবনের রাজপথে পা রাখছে, তারা যদি এ যুগের ঘটনাবলীকে পথপ্রদীপ হিসেবে গ্রহণ করে, তাহলে তারা নিঃসন্দেহে পার্থিব কল্যাণ ও চারিত্রিক সাফল্যের গন্তব্যস্থলে পৌঁছতে পারে। এ কারণেই এ খণ্ডটি বিন্যস্ত করতে কিছুটা বিস্তৃতির আশ্রয় নেওয়া হয়েছে। সকল ঘটনা নতুন পুরাতন নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য ইতিহাস গ্রন্থসমূহ থেকে গ্রহণ করা হয়েছে এবং সেগুলো হুবহু ঐতিহাসিকসুলভ দায়িত্ববোধের সঙ্গে বাণীবদ্ধ করা হয়েছে। ঘটনাবলি বর্ণনার সঙ্গে সঙ্গে ঘটনাবলির কারণ এবং তার প্রতিক্রিয়া ও ফলাফল সম্পর্কে কোথাও কোথাও আলোকপাত করা হয়েছে, যাতে ছাত্রদের গবেষণার মনোভাব ও দৃষ্টির প্রশস্ততা সৃষ্টি হয়। সহজ-সরল ভাষা এবং আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী বর্ণনাভঙ্গী অবলম্বন করা হয়েছে। এ নিজ প্রচেষ্টার বর্ণনা যা সর্বতো মানবীয় প্রচেষ্টা এবং আমার ন্যায় নগণ্য মানুষের প্রয়াস। তদুপরি এ গ্রন্থের একটি উল্লেখযোগ্য অংশ এভাবে লেখা হয়েছে যে, পাণ্ডুলিপি প্রস্তুত ও লেখার প্রক্রিয়া একই সঙ্গে করা হয়েছে। অতএব, এ প্রচেষ্টা যদি চিন্তাশীল ও দূরদৃষ্টিসম্পন্নদের সূক্ষ্মদৃষ্টিতে অগ্রহণযোগ্য সাব্যস্ত হয়, তাহলে ক্ষমার আবেদন রইল। হে প্রভু! আমরা বিস্মৃত হলে বা ভুল করলে তুমি আমাদের পাকড়াও করো না। হে প্রভু! আমাদের পক্ষ থেকে কবুল করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ।