ফ্ল্যাপে লিখা কথা সাহিত্য সংস্কৃতি ও মানবসেবা যাঁর অন্যতম নেশা, হৃদয়ের আনন্দ অন্বেষণে তিনি ডুব দেন সত্যের গভীরে। আর এই সত্য অন্বেষণেই ফসল, মুহাম্মদের নাম।
মুস্তাফা জামান আব্বাষী তাঁর পিতা আব্বাসউদ্দিনের কাছে একই সঙ্গে পেয়েচিলেন সঙ্গীত ও ধর্মীয় চেতানার দীক্ষা। পরবর্তীতে তাই রূপেরসে বর্ণেগন্ধে পল্লবিত হয়েছে তাঁর জীবনে। নবীকে ভালোবেসে তাঁর পথে বিলীন হয়ে যাওয়া ভক্তহৃদয় এই গ্রন্থে পাবেন এক অনুপম দৃষ্টিভঙ্গি। নতুন আঙ্গিকে নব প্রেরণার সুধারসে নবীকে দর্শন করেছেন তিনি। ব্যবহার করেছেন সুখপাঠ্য ভাষা। ইতিহাসের ছাত্র হিসেবে বিশ্লেষণধর্শী তাঁর উপলব্ধি একজন আধুনিক মানুষের দৃষ্টিতে বিশ্বনবীর কালজয়ী রূপটি তুষারাবৃত গিরিশিখরে সূর্যকিরণের অনবদ্য আলোকচ্ছটার মতই ঝলমল করে উঠেছে।
রুদ্ধনিঃশ্বাসে পড়ে ফেলার মত নবীজীবনী আছে প্রথম খণ্ডে। দ্বিতীয় খণ্ডে নবী সম্পর্কে আঠারোটি বিষয়ভিত্তিক আলোচনা, তৃতীয় খণ্ডে লেখকের অনুবাদে ৪৫১টি রাসুলের হাদিস, কাসিদা-এ-বোরদার অনুবাদ, নাত ও বাংলায় এ যাবৎ প্রকাশিত সিরাত গ্রন্থাবলীর তালিকা। তৃতীয় সংস্করণে আছে লেখকের সমসাময়িক চিন্তা।
চার দশকের বেশি জীবনসঙ্গী হিসেবে দেখছি যাঁকে, তাঁর গ্রন্থ সম্পর্কে এটুকুই বলতে পারি : অন্তরের অকৃত্রিম ভালোবাসা প্রেম ভক্তির অশ্রুজলে অভিষিক্ত এই গ্রন্থটি পাঠকমাত্রেরই হৃদয় ছুঁয়ে যাবে।
আসমা আব্বাসী ৮ ফেব্রুয়ারী ২০১০
সূচিপত্র প্রথম খন্ড * প্রথম আলোকিত দিন * আল্লাহর ঘর * সে দিনের মক্কা * আবদুল মুত্তালিব * আমিনা মায়ের কোলে * মরুপারের হাওয়া * ঘরের শোভা মা নেই, নেই দাদা * জীবন সংগ্রাম * বিয়ের বাঁশী * আলোয় আলোময় দিন * যে আলো ছড়িয়ে গেল সবখানে * গোপনে নয়, প্রকাশ্যে * নির্মম অত্যাচার ও হিজরত * বোরাকের ডানায় : নূরের আশ্রয় * মক্কায় আর নয় * মদিনায় কে যাবি, আয় * মদিনার শাসন * এ কেমন যুদ্ধ * বদর : জয়ের সূর্য * বদর যুদ্ধের পরবর্তী সামরিক তৎপরতা * বিশ্বাসঘাতকতা : বনু কোরায়যার যুদ্ধ * ওহোদ : অমীমাংসিত যুদ্ধ * ওহোদের পরবর্তী সামরিক অভিযান * খন্দকের যুদ্ধ * খন্দকের পরবর্তী সামরিক অভিযান * শান্তির প্রয়াসে : হোদায়বিয়া * সামরিক তৎপরতা : দোহায়বিয়ার পর * মুতার যুদ্ধ * সত্য সমাগত : মিথ্যা দূরীভূত * তাবুকের যুদ্ধ : ঈমানের পরীক্ষা * দ্বীনের দাওয়াত * বিদায় হজ্ব : হাজ্জাতুল ইসলাম * বিদায়, হে প্রিয় * নবীর পরিবার
দ্বিতীয় খন্ড * প্রথম আলো : মুহাম্মদের (সা:) নূর * মুহাম্মদের (সা) নামের বাগান * মুহাম্মদের (সা) নাম : জেনারেশান গ্যাপ * তিনি কেমন ছিলেন * মুহাম্মদের (সা) পথ : তরিকা-ই-মুহাম্মদীয়া * অনাদৃত চোখে : আদৃতির স্পর্শ * নবীজির অর্থনৈতিক বিধান : নিরন্ন মানুষের কান্না * জীবনপাতার একটি দিন * নবীজির ব্যক্তিগত গুণাবলীর সংক্ষিপ্ত কথা * মনত্তম আদর্শ * সত্যের সন্ধানে চীনেও যাও * সুস্থ জীবন ও সুস্থ পরিবেশ * নবীজির সংস্কৃতি ; বাংলার মোহনায় * সিলেটের লোকসংস্কৃতি : আউলিয়াদের উত্তরাধিকার * নজরুলের ইসলামী চিন্তা ও বাঙালি মুসলমান সমাজে রাসুলের আবহ নির্মান * মুহাম্মদের (সা) ফুল বাগিচা * মকামে মাহমুদ * মরতবার দরুদ
তৃতীয় খন্ড * মুহাম্মদ (সা) এর নাম * মুহাম্মদ (সা) এর বাণী লেখক কর্তৃক অনুদিত * কাসিদা-এ-বোরদা ও নাত * মুহাম্মদের (সা) জীবন প্রবাহ * ৪০টি হাদিস * নবীর বংশপরম্পরা * মুহাম্মদ (সা) সম্পর্কে বাংলাভাষায় লিখিত গ্রন্থ তালিকা * এপিলগ
মুস্তাফা জামান আব্বাসী (জন্ম: ৮ ডিসেম্বর, ১৯৩৬) একজন বাংলাদেশি সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত বিষয়ক অধ্যাপক ও গবেষক। তিনি লোক সঙ্গীতশিল্পী ও সুরকার আব্বাসউদ্দীন আহমদের কনিষ্ঠপুত্র। সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত হন এবং লেখালেখির স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি ফেলোশিপ। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির "কাজী নজরুল ইসলাম এবং আব্বাসউদ্দীন আহমদ গবেষণা ও শিক্ষা কেন্দ্র" এর গবেষক। নজরুল ইসলামকে নিয়ে তার কাজের জন্য তিনি ২০১৩ সালে নজরুল মেলায় আজীবন সম্মাননা লাভ করেন। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। তার বড় ভাই মোস্তফা কামাল ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি। তার বোন ফেরদৌসী রহমান একজন সুরকার ও সঙ্গীতশিল্পী। আব্বাসী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ মুহম্মদ হোসেন খসরু এবং ওস্তাদ গুল মোহাম্মদ খাঁর নিকট সঙ্গীতের তালিম গ্রহণ করেন। তিনি মোট ৫০টি বই রচনা/সম্পাদনা করেন। তিনি ভাওয়াইয়া গানের উপর দুটি বই প্রকাশ করেন যার মধ্যে ১২০০ গানের উল্লেখ রয়েছে। তিনি আমার ঠিকানা এবং ভরা নদীর বাঁকে টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। অনুষ্ঠান দুটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হত।