ইসলাম সুমহান এক ধর্ম। শান্তির এক অনাবিল আশ্রয়স্থল। শতাব্দীর পর শতাব্দীরব্যাপী তাই শান্তি প্রত্যাশীরা শান্তির প্রত্যাশায় ইসলামের কাছে এসে নিজেদেরকে সঁপে দিয়েছেন অবলীলায়। ইসলামকে হৃদয় দিয়ে গ্রহণ করে তারা হয়েছেন ধন্য ও পুণ্যবান। ইসলামের আলোয় নিজেদের আত্মাকে করেছেন পরিশুদ্ধ ও সুকোমল। বহুধর্মের আকরভূমি এই সুজলা-সুফলা পৃথিবী। মানুষের তৈরী ধর্মের বেড়াজালে পড়ে মানুষজন হামেশায় হয়েছে দ্বিধাগ্রস্ত। দিকভ্রান্ত। কিন্তু মহান আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের ছায়াতলে এসে পথহারা মানুষ নতুন করে পথ ফিরে পেয়েছেন। ইসলামের পবিত্র কালিমা হৃদয় ধারণ করে তারা একজন হৃদয়বান ধার্মিক মানুষ হিসেবে নিজেদেরকে মহান আল্লাহর নৈকট্যপ্রাপ্ত করেছেন। বিশ্ব বিধাতার সামনে সিজদায় মাথানত করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিল-মন দিয়ে। দ্যা রিভার্টস স্টোরি বইটি সেই সব ইসলাম গ্রহণকারী লোকদের শিহরণজাগানিয়া ঈমানদীপ্ত দাস্তানে ভরপুর! যারা ইসলাম গ্রহণ করে নিজেদেরকে নিয়ে গেছেন পবিত্রতার উচ্চশিখরে। উৎসর্গ করেছেন নিজেদেরকে ইসলামের জন্য। আসুন! সেইসব নওমুসলিমদের ঈমানজাগানিয়া দাস্তান পড়ে নিজেদের ঈমানকে শাণিত ও প্রদীপ্ত করি।