ডা. মোহাম্মদ শাখাওয়াত হোসেন এর গণিত বিষয়ক বই এমপি থ্রী ম্যাথ রিভিউ বইটি স্থান করে নিয়েছে সকল চাকুরী প্রত্যাশীদের মনে এবং পড়ার টেবিলে। প্রতিটা চাকরী প্রত্যাশীদের যদি একটা বই দিয়ে গণিত প্রাকটিস করা শুরু করেন তাহলে এই বইটি তাদের লিস্টে অবশ্যই থাকবে। এখন প্রশ্ন উঠতে পারে, এই বইটি কেন এত জনপ্রিয় এবং কেন এতটা গুরুত্বপুর্ণ??br গণিত ভাষা বিষয়ক এমপি থ্রী ম্যাথ রিভিউ নামের এই বইটি তার অনবদ্য ভূমিকা রেখে চলছে সকল পরিক্ষায়। বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি, বিশ্ববিদ্যালয় ভর্তি, মেডিক্যাল, ডেন্টাল, শিক্ষক নিয়োগ, ব্যাংক নিয়োগ, শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ পরিক্ষায় এই ডা. মোহাম্মদ শাখাওয়াত হোসেন এর এমপি থ্রী ম্যাথ রিভিউ বইটি শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী। কোন প্রশ্ন কতসালে কোন পরীক্ষায় এসেছে তার বিস্তারিত দেওয়া, প্রাকটিসের জন্য প্রশ্ন, কেন এবং কিভাবে হয় তার বিস্তারিত পাওয়া অনেক বইয়ে অসম্ভব যা এই বইয়ের একটা স্ট্রং পয়েন্ট। ডা. মোহাম্মদ শাখাওয়াত হোসেন এমপি থ্রী ম্যাথ রিভিউ বইটি শিক্ষার্থীদের সুবিধার্থে ৫টি ভাগে বিভক্ত করেছেন- পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, বিসিএস প্রশ্নত্তোর ও সমাধান এবং সবশেষে বিসিএস সিলেবাস অনু্যায়ী সূচি বইটি সকল শিক্ষার্থীদের জন্য সহল ও সাবলীল ভাবে সাজানো হয়েছে। তাই মিস করবেন কেন? নিজেকে এখনি প্রস্তুত করে তুলুন।