বর্তমান গ্রন্থখানা দারুল উলূম দেওবন্দ-এর মুহাদ্দিছ সাইয়েদ আসগার হুসাইন সাহেবের লিখিত দুখানি পুস্তিকার সংকলন। প্রথমখানি ফিকহুল হাদীছ। এতে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মাসআলাসমূহ হাদীছের মাধ্যমে প্রমাণ করা হয়েছে। দ্বিতীয়খানি গুলজারে সুন্নত। এতে দৈনন্দিন জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের সুন্নতসমূহ সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবন মানব জাতির অনুপম আদর্শ। মানবের ইহ ও পারলৌকিক কল্যাণ সাধনে এ আদর্শের অনুসরণ অপরিহার্য। একজন প্রকৃত মুমিন তার যাবতীয় ক্রিয়াকলাপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শিক্ষার আলোকে যাঁচাই করতে চায়, নিজ জীবন পরিচালনা করতে চায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের অনুসরণে। এ উদ্দেশ্য পূরণে গ্রন্থখানি যথেষ্ট সহায়ক হবে মনে করেই আমরা এর বাংলা তরজমা প্রকাশ করার উদ্যোগ নিই। আপামর পাঠকের সুবিধার্থেই ভাষা সহজ রাখা হয়েছে এরং দুখানি পুস্তিকা একত্রে সংকলনাকারে প্রকাশ করা হয়েছে। বর্তমানের দুর্যোগপূর্ণ মুহূর্তে গ্রন্থখানা দীনদার সুন্নত অনুসারী ভাইবোনদের উপকারে এলে আমরা কৃতার্থবোধ করব। আল্লাহ্ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমীন!