ফ্ল্যাপ জীবন বড় অদ্ভুত আর বৈচিত্র্যময়। বাস্তবতা আর কল্পনা জীবনপ্রবাহে সমান্তরাল সরলরেখায় বয়ে চলে ।স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন সেই স্বপ্ন পূরণের জন্য বাস্তবতার সম্মুখীন হয়ে কখনও স্বপ্ন পূরণ হয় আবার কখনও শুধুই দীর্ঘশ্বাস। তখন জীবন ও জীবনবোধের মূর্ত কিংবা বিমূর্ত ভাবনাগুলোয় দীর্ঘশ্বাস আঘাত করে। আমি 'দহনবেলা " গল্পগ্রন্থের গল্পগুলো লিখতে যেয়ে তুলে ধরেছি মানুষের দুঃখ প্রেম ব্যথা বেদনার অদৃশ্য টানাপোড়েন , কষ্ট দীর্ঘশ্বাস অপূর্ণতা থাকা সত্বেও জীবন এগিয়ে চলছে কোন এক রহস্যময়তায় ৷ বাংলা সাহিত্যে ছোট গল্প এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ছোট গল্প ছোট নয় অতি সূক্ষ্ম বিন্দুর মধ্যে যেন সিন্ধুর গভীরতা । কোনো কিছুই জীবনে চিরস্থায়ী নয়, আবেগ অনুযোগ কিংবা অভিযোগ। প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই সংগ্রাম । সেই সংগ্রামের গল্প মানুষ আর মননভেদে নানা রকম । একেক জনের গল্প একেক রকম হলেও সবার জীবন সামনে এগিয়ে চলছে কারো ধীরে আবার কারো দ্রুত। জীবন প্রবাহের শত শত ঘটনার উপলব্ধিগুলো অতিরঞ্জিত বর্ণনা ছাড়াই চরিত্রগুলো মার্জিত বিবরণে এগিয়ে নিয়ে গিয়েছি আমার অন্য গল্পগ্রন্থের গল্পগুলোর মতোই গল্পের শেষপ্রান্তে। ছোটগল্পে কখনও কাহিনির ভিতরে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয়া যায় না । তাই অনেক গল্পের শেষটা আরও জানার ইচ্ছেটা হয়তো থেকেই যায়। আমার" দহনবেলা ' গল্পগ্রন্থের গল্পগুলো যদি পাঠককে একটু ছুঁয়ে যায় আমার লেখা সার্থক হবে।