১. মহানবি মুহাম্মদের (সা) জীবন ও সময় - ১ম খণ্ড ২. মহানবি মুহাম্মদের (সা) জীবন ও সময় - ২য় খণ্ড বিশিষ্ট আমেরিকান ধর্মতত্ত্ববিদ ও সুবক্তা ড. ইয়াসির কাদি ইংরেজি ভাষায় ১০১ পর্বের ভিডিয়ো লেকচারে মহানবি মুহাম্মদের (সা) সমগ্র জীবন ও সময় নিয়ে যে আলোচনা করেছেন, তা ইতিমধ্যে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে। এই বইটি সেই সুদীর্ঘ ভিডিয়ো লেকচার সিরিজের বাংলা গ্রন্থরূপ।
মহানবির (সা) জীবন সম্পর্কে পৃথিবীর দেশে দেশে অজস্র গ্রন্থ রচিত হয়েছে। বাংলা ভাষায়ও তাঁর একাধিক জীবনীর অনুবাদ পাওয়া যায়। তবে অধিকাংশ জীবনীর অনুবাদ সাবলীল ও সহজপাঠ্য নয়। তা ছাড়া, অধিকাংশ জীবনীগ্রন্থ তথ্যবহুল ইতিহাসগ্রন্থের মতো নীরস, যা অনেক সময়ই সাধারণ পাঠকের মনোযোগ আকর্ষণ করতে পারে না।
সেদিক থেকে এই গ্রন্থটি একটি বিরল ব্যতিক্রম। কারণ, এই গ্রন্থে কেবল নবিজির (সা) জীবনকাহিনিই বর্ণনা করা হয়নি, তুলে ধরা হয়েছে সমসাময়িক আরব বিশ্বের আর্থ-সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট, তাঁর জন্মেরও আগের ঐতিহাসিক ঘটনা ও পরিপ্রেক্ষিৎ। তা ছাড়া, এই বইয়ে নবিজির (সা) জীবন ও সময়ের অনেক ঘটনাকেই আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়েছে, যা গতানুগতিক সিরাহ গ্রন্থগুলোতে পাওয়া যায় না।
এই গ্রন্থের আরও একটি উল্লেখযোগ্য দিক হলো, এখানে মহানবির (সা) জীবন বর্ণিত হয়েছে অনেকটাই গল্পের আকারে, অসংখ্য সত্য ঘটনা বর্ণনার মাধ্যমে। এই গ্রন্থে নবিজির (সা) সাহাবি ও তাবেয়িন ও তাবেয়ি-তাবেয়িনদের সূত্রে উল্লিখিত অনেক ঘটনার মধ্য দিয়ে সামগ্রিকভাবে তাঁর জীবনের একটি বাস্তব চিত্র ফুটে উঠেছে।
এটি কোনো লিখিত জীবনীগ্রন্থ নয়, বরং মুখে মুখে বলা নবিজির (সা) জীবনকাহিনি। ড. কাদি’র জনপ্রিয় ভিডিয়ো লেকচারের এই গ্রন্থরূপ বাংলাভাষী পাঠকের কাছেও অত্যন্ত আকর্ষণীয় হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই।
Title
মহানবি মুহাম্মদের (সা) জীবন ও সময় - ১ম ও ২য় খন্ড সেট
ড. আবু আম্মার ইয়াসির ক্বাদি (বা ইয়াসির কাজি) হলেন একজন পাকিস্তানি বংশোদ্ভুত আমেরিকান মুসলিম লেখক এবং পশ্চিমা বিশ্বে বহুল পরিচিত অন্যতম ইসলামিক শিক্ষামুলক প্রতিষ্ঠান, আল-মাগরিব ইন্সটিটিউটের একাডেমিক অ্যাফেয়ার্স বিভাগের ডিন। তিনি ইসলাম ও সমসাময়িক সাম্প্রতিক ইসলামিক বিষয়াবলির উপর উপর বেশ কয়েকটি বই লিখেছেন এবং লেকচার দিয়েছেন। ২০১১ সালে নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনের একটি প্রতিবেদনে ইয়াসির ক্বাদিকে "আমেরিকার ইসলামে একজন অন্যতম শ্রেষ্ঠ প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব" হিসেবে উল্লেখ করা হয়। জন্ম ১৯৭৫ খ্রি. আমেরিকার হিউস্টন, টেক্সাসে। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী আকিদায় এম.এ. করেছেন। ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ‘ইসলামী শিক্ষা’ বিষয়ে। এ ছাড়া হিউস্টন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করেছে রাসায়নিক প্রকৌশলে। বর্তমানে তিনি আল-মাগরিব ইন্সটিটিউট-এঅ্যাকাডেমিক বিষয়ক ডিন।