মারাত্মকভাবে আহত হয়ে রোগীটা সেদিন এসেছিল আইসিইউতে। সেখানে ডিউটিতে ছিল ডা. শাহরিয়ার সাকিব। লোকটার মাথার পেছনে আঘাতের চিহ্ন, প্রচণ্ড রক্তক্ষরণে হাইপোভলিউমিক শকে চলে গিয়েছে। মানুষটাকে বাঁচাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করল তারা। কিন্তু কারা এভাবে লোকটাকে মারল? রোগীটা এসেছিল বাংলাদেশের সীমান্তবর্তী একটি এলাকা থেকে। যেখানে চরমপন্থিরা আজও সক্রিয়। তাহলে কি নিজেদের ভেতর মতবিরোধ কিংবা চোরাচালান নিয়েই এই আক্রমণ? ওদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কদিন থেকে বিদ্যুৎ সরবরাহ লাইনে সমস্যা হচ্ছে। কোনোভাবেই সেটির সমাধান করা যাচ্ছে না। সেখানে কি তাহলে কোনো ধরনের স্যাবটাজ হয়েছে? কাজটা কারা করেছে? কেনই বা করেছে? উত্তর জানা নেই। তবে কি ১৯৬১ সালের সেই ড্রেক ইকুয়েশন আজ সত্যি হতে চলেছে? ছোট্ট তুরাব আলীর সতর্কবাণীটা সাকিব গুরুত্ব দিল না। দুর্যোগপ্রবণ রাতে হাজির হলো গভীর জঙ্গলে ঢাকা জনমানবহীন সেই বাঁওড়ে। প্রকৃতি আজ যেন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। ক্রমশ মেঘের আনাগোনা বাড়ছে আকাশে। প্রচণ্ড বাতাসে নুইয়ে পড়ছে গাছপালা। বিদ্যুৎ চমকাচ্ছে একটু পরপর। নয়নপুরের রাতের আকাশের বুক চিরে দেখা দিল এরিক ফন দানিকেনের সেই আগুনরঙা চ্যারিয়টস অব দ্য গডস !
পেশায় একজন চিকিৎসক। জন্ম ১৩ অক্টোবর,১৯৮৮ কুষ্টিয়ায়। খুলনা বিদুৎকেন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, খুলনা নৌবাহিনী কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চমাধ্যমিক শেষে ভর্তি হন খুলনা মেডিকেল কলেজে। পরে একটি স্বনামধন্য মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিন বিভাগে প্রভাষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে বি সি এস এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মেডিকেল অফিসার পদে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন। মহাকাশবিদ্যা,আর্কিয়োলজি নিয়ে তার প্রচন্ড আগ্রহ। মেডিকেল ছাত্রাবস্থায় তাঁর লেখালেখির শুরু। বর্তমানে বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা, বিজ্ঞানচিন্তা, রহস্যপত্রিকা, কিশোর বাংলা, বাতায়ন, দৈনিক বাংলা সহ বেশ কিছু স্বনামধন্য পত্রিকা এবং বিজ্ঞান ব্লগ, কসমিক কালচার সহ বেশ কিছু অনলাইন পোর্টালে নিয়মিত লিখছেন। মহাজাগতিক প্রাণের খোঁজে নামে তাঁর একটি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। তাছাড়া আইসফল নামে ডেভিড উডের একটি থ্রিলার অনুবাদ করেছেন। প্রকাশিত হয়েছে মৌলিক গল্প সংকলন, এনাটমি ডিসেকশন রুম। দেশের প্রখ্যাত বিজ্ঞানলেখক প্রফেসর ড. ফারসীম মান্নান মোহাম্মদীর সাথে যৌথ ভাবে সম্পাদনা করেছেন, এলিয়েন : কল্পনা ও বাস্তব। খুব সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর এক্সোপ্লানেটের সাতকাহন।