ভূমিকা আপনি জানেন কি বাংলাদেশের জনসংখ্যা কত? প্রায় ১৪ কোটি। প্রতিদিন জনসংখ্যা বাড়ছে প্রায় ৬ হাজার জন। প্রতি মিনিটে ৪ জনেরও বেশি শিশু জন্মগ্রহণ করছে। ক্রমবর্ধমান, অনিয়ন্ত্রিত জনসংখ্যা আমাদের দেশে এক প্রধান সমস্যা। এ মূল সমস্যা থেকে শাখা-প্রশাখার মতো জন্ম নিচ্ছে জাতীয় জীবনে আরো অনেক সমস্যা। দারিদ্যের বিরুদ্ধে আমাদের লড়াই -এর প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে যদি জনসংখ্যা এভাবে বাড়তে থাকে। কেন এভাবে জনসংখ্যার বাড়ছে, এ প্রশ্নের উত্তর হলো-এক. আামাদের দেশের সাধারণ মানুষের মধ্যে শিক্ষা ও সমাজ চেতনার অভাব। দুই. যদিও এদেশের মূল্যবোধ এবং রক্ষণশীল জীবযাত্রা যৌন স্বাধীনতার পরিপন্থি, তবুও এ-কথাটা সত্যি যে বিশেষ করে নিম্ন, নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর সামনে উত্তেজনা, উদ্দীপনা এবং আনন্দের সবচেয়ে সহজ এবং খরচ বিহীন উপায় হলো যৌন মিলন।তা ছাড়াও আরেকটি বিশেষ কারণ হচ্ছে- এখনো বেশিরভাগ দম্পত্তির মনে জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে নানা রকম অস্বচ্ছ ও ভুল ধারণা রয়েছে এবং তারা অনেক ভ্রান্ত খবরে বিশ্বাসী। আগেই বলা হয়েছে প্রতি মিনিটে ৪ জনেরও বেশি শিশু জন্মগ্রহণ করছে। এর ফলে আর ক’বছরের মধ্যে আমাদের অবস্থাটা কী দাঁড়াবে বুজতে পারছেন। আমাদের দারিদ্যতা আরো বাড়বে।জাতীয় স্বাস্থ্যের আরো অবনতি হবে। এ-দেশের আবহাওয়া দূষণ চরমে গিয়ে পৌঁছবে। যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে যে অন্ন? বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন-এসব কী করে আসবে, কে দেবে, ভেবে দেখেছেন একবার, জন্মনিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা ছড়া আমাদের সুস্থভাবে বাঁচার আর কি কোনো উপায় আছে? আমরা দুই, আমাদের দুই(এখন যাদের একটা, পাঁচ বছরের আগে আর নয়)-তাছাড়া আমাদের দেশে অন্তত সুন্দর সুস্থ জীবনযাপনের আর কোনো উপায় নেই। আর সে-জন্যই জন্মনিয়ন্ত্রণের সঠিক পদ্ধতিটি জানানোর লক্ষ্যে এ প্রকাশনা “ জন্মনিয়ন্ত্রণের সঠিক পদ্ধতি।” এ বইটিতে রয়েছে জন্মনিয়ন্ত্রণের পদ্ধতিসমূহের আলোচনাসহ ৭০টি প্রশ্নোত্তর। এ-বই সম্পর্কে পাঠকের যে-কোনো উপদেশ ও পরামর্শ সাদরে গৃহীত হবে [যোগাযোগ ঠিকানা : ডা. সুমন চৌধুরী, চাইল্ড কেয়ার লিঃ কনকর্ড আর্কেডিয়া (৫ম তলা), রোড নং-৪, প্লট-১ ও ২, গ্রীনরোড, ঢাকা-১২০৫, ফোন-৯৬৬-৬৬৯৯] এ-বইয়ের সার্বিক পরিকল্পনা ও সম্পাদনার ব্যাপারে যাঁরা না্নাভাবে সাহয্য ও পরামর্শ দিয়ে আমাদের কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন তাঁদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।
সূচিপত্র *পরিবার পরিকল্পনা আর জন্মনিয়ন্ত্রণ *জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি *জন্মনিয়ন্ত্রণ বড়ি বা পিল *ডায়াফ্রাম *আই. ইউ. ডি *কনডম *স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি *টিউবাল লাইগেশন *ভ্যাসেকটমি *ফেনা বড়ি, ক্রিম, জেলি এবং সাপোজিটরি *প্রত্যাহারা পদ্ধতি *ন্যাচারাল মেথড *জন্মনিয়ন্ত্রণ : আপনার জিজ্ঞাসা