সময়টা ছিল ১৯২৩ ইং সাল । তখন অখন্ড ভারতীয় উপমহাদেশে চলছে ইংরেজ বেনিয়াদের জুলুম নির্যাতনের শাসন । ইংরেজদের অত্যাচারে মুসলিমদের জীবন বিষাদময় হয়ে উঠে। মাঝে মধ্যেই হিন্দু মুসলিমদের মাঝে সংঘর্ষ বাঁধতো। হিন্দু মুসলিম সংঘর্ষের অনলে কেরোসিন ঢেলে দিল নরাধম 'জয়পাল' ''রঙ্গিলা রাসূল'' নামে বই প্রকাশ করে। একে তো মুসলিমরা ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মাঝে মুসলিমদের প্রাণের স্পন্দন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটু মন্তব্য করে বই প্রকাশ করা হয়েছে। এটা মুসলমানদের কাটা ঘায়ে নুনের ছিটা দেয়ার মতো। এই বইয়ের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একাধিক বিয়ে নিয়ে কুৎসা রটানো হয়েছে। ইতিহাসটা জানার পর থেকেই মনের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছিল। এ বিষয়ে কিছু লেখার দরকার। মনে বপন করা সে আগ্রহ নিয়েই লেখা শুরু করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একাধিক বিয়ে নিয়ে বিভ্রান্তির জবাব। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শেষ করার তাওফীক দান করেছেন। আমি মনে করি বইটি প্রত্যেক মুসলমানের পড়া উচিত। কারণ ইসলামবিদ্বেষী ও অমুসলিমরা এ বিষয় নিয়ে বেশ ঠাট্টা তামাশার পসরা বসায়। পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তার এ ক্ষুদ্র বান্দার প্রচেষ্টাকে কবুল করেন ।আমীন
Title
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একাধিক বিয়ে :বিভ্রান্তির জবাব
সাইদুর রহমান বাংলা সাহিত্যের একজন নবীন লেখক। ছাত্র জীবনে থিয়েটারের সাথে জড়িত ছিলেন তাই লেখালেখির শুরু মঞ্চনাটক লেখার মাধ্যমে। নাটক লেখার পাশাপাশি একাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন, একাধিক নাটক নির্দেশনাও দিয়েছেন। এছাড়াও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি ছিলেন জনপ্রিয় পরিচালক মনির হোসেন জীবনের সহকারী। চলচ্চিত্র পরিচালক হাবার সপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন। ২০১২ সাল থেকে নিয়মিত লেখালেখি করছে। সাহিত্যদেশ পান্ডুলিপি পুরস্কার প্রাপ্ত ও ২০২২ সালের বইমেলায় প্রকাশিত "দুঃসহবাস" লেখকের প্রকাশিত প্রথম উপন্যাস। মানুষ ও জীবন লেখকের লেখালেখির প্রধান উপজীব্য বিষয়। সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখালেখি তার অন্যতম শক্তি। আবার সবাই অবসরে বই পড়বে, বাংলার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পরবে তার লেখা, বিভিন্ন ভাষায় অনুদিত হবে তার বই, এই সপ্ন নিয়েই লিখে চলেছেন।