প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
22
১৮-১৯ নভেম্বর রকমারি ফানডে, ৩৯৯৳+ অর্ডারে নিশ্চিত নোটবুক
Save TK. 381
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪ পরগণার মুরাতিপুরে সংস্কৃত প-িত দরিদ্র বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের ঘরে জন্ম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। জন্ম ১২ সেপ্টেম্বর, ১৮৯৪ সালে এবং মৃত্যু ১ নভেম্বর, ১৯৫০ সালে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজে ভূতে বিশ্বাসী ছিলেন। পরলোকের ওপর তাঁর আগ্রহ ও বিশ্বাসের কারণ ছিল তাঁর প্রথম স্ত্রী-র অকালমৃত্যু। তাঁর গল্পের অলৌকিক উপকরণগুলো বিচিত্র। সেখানে ছায়ামূর্তি আছে, ডাকিনী আছে, প্রেতাত্মা আছে, আছে তন্ত্র-মন্ত্র, আছে আতঙ্ক।
রবীন্দ্রনাথ ঠাকুর। ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে তাঁর জন্ম, মৃত্যু ১৯৪১ সালের ৭ আগস্ট। মাত্র ৮ বছর বয়সে তাঁর লেখালেখির সূচনা পদ্য রচনা দিয়ে। ১৩ বছর বয়সে ‘ম্যাকবেথ’ ও ‘কুমার সম্ভব’ অনুবাদ করেন বাংলার ছন্দে। রবীন্দ্রনাথ ঠাকুর একাধিক ভৌতিক বা অলৌকিক গল্প লিখেছিলেন জীবদ্দশায়, এসব গল্পের গ্রন্থভুক্তি ঘটেছে দু’দুবার ‘বিচিত্র গল্প’ শিরোনামে। ১৮৯৪ খ্রিস্টাব্দের ৫ অক্টোবর প্রথম ও দ্বিতীয় ভাগ একত্রেই প্রকাশিত হয়। তাঁর বেশিরভাগ গল্প মূলত প্রকাশিত হয় ৫টি পত্রিকায়। এছাড়াও বেশ কিছু গল্প প্রকাশ পায় তাঁর মৃত্যু-পরবর্তী সময়ে। ১২টি ভৌতিক বা অলৌকিক গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে এই গ্রন্থে।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (৩০ মার্চ ১৮৯৯-২২ সেপ্টেম্বর ১৯৭০) ভারতীয় বাঙালি লেখক। তাঁর জন্ম উত্তরপ্রদেশের জৌনপুর শহরে নিজ মাতুলালয়ে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পসমূহের মধ্যে ‘ভূতজ্ঞানী’ বরদার গল্পসহ অন্যান্য ভৌতিক ও অলৌকিক গল্পগুলো বিশেষ জনপ্রিয়। ১৯১৫ থেকে ১৯৬৫ পর্যন্ত সময়কালে বেশ কিছু ভৌতিক ও অলৌকিক গল্প রচনা করেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এগুলো শরদিন্দু অম্নিবাসের পঞ্চম খ-ে সংকলিত হয়েছে। এই গ্রন্থে শরদিন্দুর ভৌতিক ও অলৌকিক গল্পগুলো সংকলিত হলো।
মঞ্জিল সেন। নানা ধরনের গল্প লিখলেও মূলত ভূতের গল্পের লেখক হিসেবে তাঁর স্বতন্ত্র পরিচিতি গড়ে ওঠে। বিষয় ও পরিবেশ সৃষ্টির বৈচিত্র্যে নানা ধরনের ভৌতিক ও অলৌকিক গল্প লিখেছেন তিনি। পরিবেশ সৃষ্টিতে গ্রাম থেকে শহরে, কখনো-বা গৃহকোণ, কখনো-বা হানাবাড়ি, পার্বত্য অঞ্চল, খনি বা জলপথে তাঁর গল্পের গতি এগিয়ে যায় ও পাঠকের কৌতূহল জাগিয়ে রাখে। গল্পের সমাপ্তিও হয় আশ্চর্য এক সমাপতনের মধ্য দিয়ে। কখনো সরাসরি বিশ্বের নানাপ্রান্তে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাকেও গল্পের স্বাদে পাঠকদের পরিবেশন করেন। এক্ষেত্রেও স্বীকার করতে হয় হেমেন রায়ের মতো তাঁরও বেশ কিছু গল্পে বিদেশি কাহিনির ছায়া এসে পড়েছে। কাহিনিসার বিদেশি গল্পের কিন্তু পাত্রপাত্রী ও পরিবেশে স্বদেশি মাটির গন্ধ পাওয়া যায়।
সৈয়দ মুস্তাফা সিরাজ। জন্ম ১৪ অক্টোবর ১৯৩০, মৃত্যু ৪ সেপ্টেম্বর ২০১২। বিশিষ্ট ভারতীয় বাঙালি লেখক। ১৯৯৪ সালে তিনি তাঁর অলীক মানুষ উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন, যা তাঁর সবচেয়ে প্রশংসিত কাজ হিসেবেও বিবেচিত হয়। তিনি প্রায় ১৫০টি উপন্যাস এবং ৩০০টি ছোটগল্প রচনা করেছেন। সিরাজের লেখা ভৌতিক গল্পের সংখ্যা প্রচুর। তাঁর লেখা অনেক ভৌতিক কাহিনি প্রাপ্তবয়স্কদের জন্যে হলেও, মূলত সব বয়সের পাঠকের কথা মাথায় রেখেই লিখেছেন তাঁর সিংহভাগ ভৌতিক কাহিনি। প্রসঙ্গত, বাংলার ‘হরর কমেডি’ ধারার অন্যতম প্রাণপুরুষ তিনিই।
Title | ভয় সমগ্র |
Author | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় , রবীন্দ্রনাথ ঠাকুর , শরদিন্দু বন্দ্যোপাধ্যায় , সৈয়দ মুস্তাফা সিরাজ , মঞ্জিল সেন |
Publisher | শব্দশিল্প |
ISBN | 9789849920854 |
Edition | 1st Published, 2024 |
Number of Pages | 928 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |
Have a question regarding the product? Ask Us
Please login to write question Login
Cash on delivery
Pay cash at your doorstep
Delivery
All over Bangladesh
Happy return
7 days return facility
0 Item(s)
Subtotal:
Are you sure to remove this from bookshelf?
demo content